সময়সীমা:
১০ মে থেকে ১৫ মে, ২০২১ পর্যন্ত।
অফারের বিস্তারিত:
বিকাশ অ্যাপ থেকে ঈদ সালামী অথবা ঈদ মোবারক থিম ব্যবহার করে কমপক্ষে ১০০ টাকা সেন্ড মানি করলে গ্রাহক পাবেন ৫ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক
অফারের লিমিট:
ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক মোট ৪ বার ক্যাশব্যাক পেতে পারবেন।একজন গ্রাহক সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। ক্যাশব্যাক পেতে হলে গ্রাহককে কমপক্ষে ১০০ টাকা সেন্ড মানি করতে হবে।
অফার চ্যানেল: বিকাশ অ্যাপ
শর্তাবলী:
অফারটি বিকাশ অ্যাপ ব্যবহারকারী সকল গ্রাহকের জন্যই প্রযোজ্য। ক্যাশব্যাক পেতে গ্রাহকের একাউন্টটি অবশ্যই সচল থাকতে হবে। গ্রাহকের একাউন্টে ইনস্ট্যান্ট এই ক্যাশব্যাকটি দিয়ে দেওয়া হবে এবং তার ফোনে একটি কনফার্মেশন এসএমএস পাঠানো হবে। একাউন্ট জটিলতা ব্যতীত অন্য কোনো অজানা/অপ্রত্যাশিত কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হলে ক্যাম্পেইন এর শেষে ৭ কর্মদিবসের পরে পুনরায় ম্যানুয়ালি ক্যাশব্যাক বিতরণের চেষ্টা করা হবে। এতেও যদি ক্যাশ বিতরণ ব্যর্থ হয়ে তবে আর কোনো চেষ্টা করা হবেনা এবং গ্রাহক ক্যাশ ব্যাক পাবার জন্য বিবেচিত হবেন না।কেবল বিকাশ অ্যাপ-এ ঈদ সালামী ও ঈদ মোবারক থিম ব্যবহার করে অন্য গ্রাহকের বিকাশ একাউন্টে ন্যূনতম ১০০ টাকা সেন্ড মানি করলেই ক্যাশব্যাক অফারটি পাওয়া যাবে। অন্য গ্রাহক বিকাশ অ্যাপ-এ সক্রিয় না থাকলেও অফারটি প্রযোজ্য থাকবে।