Type Here to Get Search Results !

অনলাইনে শিক্ষক বদলি

অনলাইন শিক্ষক বদলি
বদলী আবেদন লিংকঃ
-----------------------------------------------------
প্রাথমিক শিক্ষকদের দীর্ঘ দিনের প্রত্যাশিত বদলি লিংক।
http://180.211.137.57:8888/login      
---------------------------
জরুরী বিষয়
---------------------------
প্রথমেই " অনলাইন শিক্ষক বদলী "একটি পাতা আসবে । সেখানে যা দেখতে পাবেন :-
১). ব্যবহারকারীর ধরন:- তারপর সেখান থেকে পদবী যেমন সহকারী শিক্ষক,প্রধান শিক্ষক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার,সহকারী উপজেলা শিক্ষা অফিসার বিভাগীয় ,মহাপরিচালক,প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নির্বাচন করতে হবে 
২).টিচার পিন(ই-প্রাইমারি থেকে প্রাপ্ত);
৩)মোবাইল নম্বর(ই-প্রাইমারি স্কুল সিস্টেমে ব্যবহৃত ) 
৪). স্বাক্ষর । ৫).বদলীর ধরনঃ 1.একই উপজেলা/থানা,2.আন্তঃ উপজেলা/থানায় বদলর আবেদন 3.আন্তঃ জেলা বদলীর আবেদন 4.আন্তঃ বিভাগ বদলীর আবেদন 5.সিটি কর্পোরেশন বদলির আবেদন
বামের মূলপাতায় যা যা দেখবেন সেগুলো হল 1).বদলির আবেদন 2.অসম্পূর্ণ আবেদনসমূহ 3).জমাকৃত আবেদনসমূহ 4).বদলীর আদেশ5). আপনার স্বাক্ষর ।
 -----------------------------------------------------
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা বিভাগ (আইএমডি) এর উপর দায়িত্ব অর্পিত হয়েছে একটি স্বপ্ন বাস্তবায়নের। সংশ্লিষ্ট সকলের ভোগান্তি লাঘব হবে এবং সেবার প্রদানের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং ডিএসআই এর কারিগরি টিম বেশ কয়েকটি বৈঠকের মাধ্যমে অত্যন্ত সুচিন্তিত কর্মপরিকল্পনা প্রণয়ন করে শিক্ষক বদলির বিদ্যমান পদ্ধতির ধাপসমূহ অনুপুঙ্খ বিশ্লেষণ করে সেবা প্রদানে বাস্তব সমস্যা, প্রতিবন্ধকতা, পশ্চাৎগতি এবং পদ্ধতিগত শূণ্যতা নির্ণয় করেছে। 
----------------------------------------------------
শিক্ষকগণ এখন তাঁদের শিক্ষক পিন (ই-প্রাইমারি সিস্টেম) ব্যবহার করে OTP Authentication এর মাধ্যমে লগইন করে নিজস্ব UI (User Interface) এ প্রবেশ করে আবেদন করতে পারবেন। শিক্ষক এবং বিদ্যালয়ের তথ্যাদি পূর্ব থেকেই ডাটাবেইজে সংরক্ষণ থাকায় শুধুমাত্র বদলির ক্ষেত্র (অন্ত:উপজেলা, আন্ত:উপজেলা, আন্ত:জেলা, আন্ত:বিভাগ এবং অন্ত:সিটি কর্পোরেশন) এবং বদলির কারণ সিলেক্ট করে বদলির আবেদন করতে পারবেন। 
------------------------------------------------------
মাসিক রিটার্ণ, চাকুরি বহির ফটোকপি ইত্যাদি সংযুক্তির প্রয়োজন হবে না। তবে ক্ষেত্রমতে স্বামী/স্ত্রীর কর্মস্থলের বা স্থায়ী ঠিকানার প্রমাণপত্র, বদলির কারণ কিংবা প্রেক্ষাপটের আলোকে প্রয়োজনীয় প্রমাণপত্র সংযুক্ত করতে হতে পারে। বিদ্যমান বদলির নীতিমালার শর্তাবলীর আলোকে backend এর লজিকগুলো এমনভাবে সেট করা হয়েছে যেন অযাচিত কিংবা বদলির শর্তপূরণ করে না এমন কেউ আবেদন করতে না পারে। 
------------------------------------------
শুণ্যপদের সকল তথ্য ডাটাবেইজে থাকায় শিক্ষকগণ আবেদনের সময়ই বিদ্যমান সকল শুণ্যপদ দেখতে পাবেন এবং এক বা একাধিক বিদ্যালয় বাছাই করে আবেদন করতে পারবেন। সঠিকভাবে আবেদন সাবমিট করলে আবেদনকারী আবেদনের একটি পিডিএফ কপি এবং Application Tracking No সংবলিত সিস্টেম জেনারেটেড একটি রিসিপ্ট পাবেন এবং তাঁর মোবাইলে নোটিফিকেশন প্রেরণ করা হবে। তাছাড়া শিক্ষক পিন ব্যবহার করে লগইন করে যেকোন সময় তাঁর ড্যাশবোর্ড থেকে আবেদনের বর্তমান অবস্থান জানতে পারবেন। 
----------------------------------------------------------------------------
সফটওয়্যারে প্রতিটি ধাপে সময় নির্ধারণ করা থাকবে ফলে স্বয়ংক্রিয়ভাবে আবেদনটি অগ্রায়ণ হতে থাকবে এবং কোন ধাপে অতিরিক্ত সময় ক্ষেপনের কোন সুযোগ থাকবে না। আবেদনকারীর বদলির প্রেক্ষাপটের আলোকে সিস্টেম হতে স্বয়ংক্রিয়ভাবে স্কোর নির্ধারিত হবে ফলে আবেদনকারী একাধিক হলে অগ্রাধিকার তালিকাও সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে। ফলে একদিকে যেমন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে অন্যদিকে অযাচিত তদবির ও চাপ হ্রাস পাবে।   
 
              ***** ( সংগৃহীত ) *****

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Search This Blog