Type Here to Get Search Results !

E-commerce website design at low cost

ই-কমার্স ওয়েবসাইট এখন ব্যবসায়ের অবিচ্ছেদ্য অংশ বলা যায় । 

প্রতিদিন শত শত এড দেখে আমরা অভ্যাস্ত হয়ে পড়েছি যে, ২/৩ হাজার টাকায় অথবা ১০/১৫ হাজার টাকায় মিলছে প্রফেশনাল ওয়েবসাইট।

আসুন জেনে নেই বিষয়টি কতটুকু যৌক্তিক? 
ই-কমার্স ওয়েবসাইটের অনেকগুলো ধরন রয়েছে...

১। ফ্রি থিম ব্যবহার করে ওয়েবসাইট সামান্য কাস্টোমাইজেশন করে দিবে ২/৩ হাজার টাকা অনেকে নিচ্ছে।

২। জেনারেল পাবলিক লাইসেন্স ভার্সন থিম ব্যবহার করে বানানো ওয়েবসাইটের জন্য হয়তো ১০/১৫ হাজার টাকা অনেকে নিচ্ছে। এই থিমটি অনেকটা প্রিমিয়ামের মতো আচরণ করে কিন্তু এটি প্রচুর রিস্কি।
উপরে বর্ণিত ২ ধরনের ওয়েবসাইট যেকোন মুহূর্তে গায়েব হয়ে যাবে অথবা সিকিউরিটি উইক থাকার কারণে সহজেই হ্যাক যায় । 

২০২১ এসেও এত আনসিকিউওরড ওয়েবসাইট নিশ্চই আপনি চাইবেন না । তাহলে আপনার কি করা উচিৎ?

যদি ব্যবসায়ের পরিধি বড় হয় অথবা দীর্ঘদিন বিজনেস করা চিন্তা করে থাকেন তাহলে “প্রিমিয়াম কন্টেন্ট সহ+কাস্টোম ডিজাইন ও ডেভেলপমেন্ট” ভিত্তিক ওযেবসাইট তৈরী করে নেন।

কিভাবে বুঝবেন আপনাকে প্রিমিয়াম কন্টেন্ট দেয়া হয়েছে?

ওয়েবসাইটের থিমটি সরাসরি অথর থেকে কেনা হলে অবশ্যই তার কানেকশন একটিভ থাকবে ও ডেভেলপার কোম্পানী আপনাকে সম্পূর্ণ সোর্স ফাইল সহ ডকুমেন্টেশন প্রোভাইভ করতে পারবে।
আমারা আপনার বিজনেসের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে ডোমেইন হোস্টিংয়ের রুট একসেস সহ সকল ধরনের সোর্স ফাইল ও ডকুমেনটেশন প্রোভাইড করে থাকে।

তাছাড়া আমরা এই মর্মে চুক্তিবদ্ধ হই যে, ১২ মাস আপনার ওয়েবসাইটের নিরাপত্তা সহ মেইনটেনেন্স একদম ফ্রি। সাথে কমপ্লিট ইউজার ম্যানুয়েল গাইডলাইন।

আপনার বিজনেসকে তরান্বিত করতে ও নিরাপত্তা দিতে আমাদের দক্ষ ও অভিজ্ঞ ডেভেলপারের টিম কাজ করতে প্রস্তুত রয়েছে।

অন্যান্য ব্যবহার্য পন্যের ন্যায় ওয়েবসাইটসহ বিভিন্ন সফট প্রযুক্তি পণ্যের মূল্য আগাম নির্ধারন করা সম্ভব পর নয়, এটা নির্ভর করে সম্পূর্ন আলাপ আলোচনার ভিত্তিতে, তাই একজন জাবিয়ান হিসেবে নির্দিধায় ও নি:সংকোচে এই সংক্রান্ত আলোচনার জন্য আপনাকে জানাই সর্বদা স্বাগতম।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Search This Blog