Instant Add Money From VISA Card to Rocket.
Instant Add Money From SonaliBank VISA Card to Rocket.
কোন চার্জ ছাড়াই সোনালী ভিসা কার্ড থেকে রকেট এ টাকা এড করতে পারবেন।
Rocket Apps থেকে Add Money অপশন এ গিয়ে সোনালী ব্যাংক ভিসা কার্ড মালিকের নাম, কার্ড নাম্বার, ভেলিডিটি, তিন ডিজিট কোন, বিস্তারিত তথ্য দিয়ে অ্যাড মানি সাবমিট করতে হবে।
ওটিপি ভেরিফাই কমপ্লিট করতে হবে।
তারপর ফ্রিতে অ্যাড মানি সম্পন্ন হবে আপনার রকেট একাউন্টে (সেলারি পার্সোনাল অ্যাকাউন্ট) ।
শুধু পারসোনাল একাউন্টের ক্ষেত্রে ট্রাই করে দেখতে পারেন।
SonaliBank VISA Card to Rocket
সোনালী ব্যাংকের ভিসা কার্ড থেকে রকেট (স্যালারি) পার্সোনাল একাউন্টে এড মানি একদম ফ্রি।
প্রতিবার ৫০০০ টাকা পর্যন্ত এড মানি করতে পারবেন।
অন্যান্য ব্যাংকের বিষয়ে জানতে ব্যাংকের কারড সেকশনে যোগাযোগ করুন।
বিস্তারিত জানতে সোনালী ব্যাংক কার্ড সেকশনে যোগাযোগ করতে পারেন।