Android এন্ডরয়েড ফোনে স্টোরেজ
স্পেস রানিং দেখালে যা যা করতে হবে
প্রথমে নিরাপত্তামুলক ব্যবস্থাসমূহ
১. ফোন নাম্বার গুলো সংরক্ষন করুন
২. ব্রাউজার হিস্টরি সংরক্ষন করে রাখতে
পারেন
৩. সকল দরকারি ফোল্ডার অন্য পিসিতে
বা মেমরিতে রাখতে পারেন
৪. ব্যাকআপকৃত মেমরিকার্ড ও সিমকার্ড ফোন
হতে খুলে রাখবেন
Android এন্ডরয়েড ফোনে
এবার সিস্টেম সেটিং থেকে – ব্যাকআপ
এন্ড রিসেট এ গিয়ে Factory Data Reset (Erases all data on Phone) এ গিয়ে Erase
Phone Storage (Erases all the data on the Phone storage such as music or photos)
টিক চিহ্ন দিয়ে Reset Phone এ যাবেন ।
এভাবে সমস্ত কাজ শেষ হলে ফোন পুনরায় চালু হবে । একাজ গুলো শেষ হতে একটু
সময় লাগবে তাই ধৈর্য ধরে অপেক্ষা করবেন । এসব কাজ শেষ হলে ফোনে কিছু নির্দেশ আসবে
এগুলো নেক্সট নেক্সট করে পার হবেন । সব কাজ শেষ, এবার দেখবেন ফোনে স্টোরেজ স্পেস রানিং দেখাবে না । সাথে র্যাম ও
রম এর স্পেস অনেক বেড়ে গেছে । এবার নতুন অনেক সফ্টওয়ার ব্যবহার করতে পারবেন ।
সতর্কিকরণ : একদম না বুঝে বা না জেনে এসব করতে যাবেন না ভাল করে বুঝে তারপর
চেষ্টা করুন ।
important info
ReplyDelete