Type Here to Get Search Results !

বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ

কুইজে অংশগ্রহণ করার জন্য অনুগ্রহ করে  প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনার অ্যাকাউন্ট কমপ্লিট করুন। কেননা, কমপ্লিট প্রোফাইল অথবা সঠিক তথ্য ছাড়া বিজয়ী হলেও পুরষ্কারের জন্য বিবেচনা করা হবে না।

প্রতিদিনের পুরস্কার

৫টি স্মার্টফোন

সৌজন্যে দারাজ বাংলাদেশ

এবং

১০০ জন বিজয়ী প্রত্যেকে পাবেন ১০০ জিবি করে মোবাইল ডাটা

( ১০০ দিন ভেলিড, প্রতিদিন  জিবি করে) - সৌজন্যে টেলিটক বাংলাদেশ

গ্র্যান্ড প্রাইজ থাকছে

১০০টি ল্যাপটপ


শেয়ার করেও জিতুন

কুইজে অংশ নিয়ে বিজয়ী হওয়ার পাশিপাশি ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’-এর যেকোনো তথ্য বন্ধুদের সঙ্গে শেয়ার করেও জিতে নিতে পারেন বাড়তি পুরস্কার।

  1. কুইজ-বিষয়ক যেকোনো তথ্য (যেকোনো কুইজ, নিয়মাবলি, বিজয়ী তালিকা, এফএকিউ ইত্যাদি) প্রিয় অ্যাপ বা https://quiz.priyo.com ওয়েবসাইটের যেকোনো পৃষ্ঠা থেকে ‘শেয়ার করেও জিতুন’ বাটন চেপে শেয়ার করতে হবে। 
  2. আপনার শেয়ার করা লিংক থেকে যত মানুষ ক্লিক করে কুইজে অংশগ্রহণ করবেন, লটারিতে আপনার জেতার সম্ভাবনা তত বেশি।
  3. প্রতি সপ্তাহে লটারির মাধ্যমে সাতজন বিজয়ী নির্বাচন করা হবে।
  4. শেয়ার করার সময় আপনার অ্যাকাউন্টে অবশ্যই লগ ইন করা থাকতে হবে।
  5. ওয়েবসাইট থেকে ইউআরএল (লিংক) শেয়ার করলে সেটি গ্রহণযোগ্য হবে না।
  6. একজন ব্যবহারকারী যত বেশি ইচ্ছা শেয়ার করতে পারবেন। কুইজটি ফেসবুকে (টাইমলাইন, বিভিন্ন গ্রুপ ও পেজ) শেয়ার করা যাবে।
  7. পুরনো কুইজও যেকোনো সময় শেয়ার করা যাবে।
  8. সপ্তাহ শেষে প্রিয়’র ফেসবুক পেজ https://www.facebook.com/priyolife থেকে লাইভ-এ লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে।
  9. বিজয়ীরা বিভিন্ন সপ্তাহে স্মার্টফোন, গিফট ভাউচার, মোবাইল রিচার্জসহ বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার পাবেন।


আয়োজনে:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী 

উদ্​যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি

সহায়তায়:

শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন

স্ট্র্যাটেজিক পার্টনার:

তথ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ

বাস্তবায়ন সহযোগী:

প্রিয়.কম



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Search This Blog