॥শিল্পে গড়ি সিরাজগঞ্জ
কর্মমুখর সারা জীবন॥
শিল্প বাণিজ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ সিরাজগঞ্জ এক প্রাচীন জনপদের নাম ।
যমুনা নদীর উপর স্থাপিত ঐতিহাসিক বঙ্গবন্ধু সেতু এবং মাননীয় প্রধানমন্রী শেখ হাসিনা কর্তৃক ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত ''শেখ মুজিব রেলওয়ে সেতু''র জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সিরাজগঞ্জ বহুমাত্রিক সম্ভাবনাময় গুরুত্ব লাভ করেছে। এখানে সরকারি ও বেসরকারী উদ্যোগে স্থাপিত ইকোনমিক জোন এবং শিল্প পার্ক বর্তমানে উৎপাদনের দোরগোড়ায় দাড়িয়ে ।
এই কর্মধারাকে ''সিরাজগঞ্জবাসী-বান্ধব'' করার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শাখার পক্ষ থেকে আপনাদের মূল্যবান মতামত আহবান করছি।
এই মতামত/পরামর্শ প্রদানের জন্য,
॥ শিল্পে গড়ি সিরাজগঞ্জ
কর্মমুখর সারা জীবন ॥
শিরোনামে একটি ফেসবুক গ্রুপ খোলা এবং জ্ঞাননির্ভর শিল্পবান্ধব ও প্রযুক্তিসহায়ক একটি বিশ্বমানের সেমিনার আয়োজন করার চিন্তা করছি।
প্রয়োজনীয় মতামত দিলে খুশী হবো ॥
জয় বাংলা জয় বঙ্গবন্ধু,
বাংলাদেশ চিরজীবী হউক
শুভেচ্ছা সহ
আপনাদের
শেখ মনোয়ার হোসেন
শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক,
জেলা আওয়ামী লীগ, সিরাজগঞ্জ ॥