Type Here to Get Search Results !

অনলাইনে ফরম তৈরির নিয়ম

Google form তৈরির নিয়মঃ
ধাপ-১ঃপ্রথমে আপনি আপনার মোবাইল বা ল্যাপটপে যেকোন একটি ব্রাউজার ওপেন করেন।

ধাপ-২: সার্চ বারে গিয়ে টাইপ করুন Google Form এবং অনেক গুলো অপশন  থেকে সিলেক্ট করুন Google Forms: Sign-in এই অপশনে।


Google Forms: Sign-in
ধাপ-৩: সাইন ইন করুন আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে তবে যদি আপনার আগে থেকেই গুগল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকে তাহলে প্রয়োজন নেই।

ধাপ-৪: Start a new form এর + এর উপর ক্লিক করুন।


Start a new form
উপরে দেখানো ধাপ গুলো যদি সঠিকভাবে করে থাকেন তাহলে এখন আপনি ফর্ম ডিজাইন পেজ এ আছেন। এখন আপনি আপনার ইচ্ছেমতো কালার, ছবি অথবা লিঙ্ক যা কিছু প্রয়োজন এড করে আকর্ষণীয় ফর্ম তৈরি করতে পারবেন। সহজ ইউজার ইন্টারফেস থাকার কারণে খুব বেশি কষ্ট না করেই যে কেউ ফর্ম  ডিজাইন করতে পারবেন।


Form Design Page
ধাপ-৫: এবার আপনি চাইলে ফর্মে এর একটি টাইটেল দিতে পারেন ,ফর্মের ডিস্ক্রিপশন দিতে পারবেন। এবং আপনার যা যা তথ্য প্রয়োজন তার উপর ভিত্তি করে প্রশ্ন তৈরি করতে পারবেন।

তার জন্য আপনাকে untiled question এর জায়গায় প্রশ্ন লিখতে হবে এবং সাথে প্রশ্নের টাইপ টা সিলেক্ট করে দিতে হবে । প্রয়োজনে ইমেজ কিংবা ভিডিও এড করে দিতে পারেন।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Search This Blog