NTRCA RECOMENDATION
এনটিআরসিএ মাধ্যমে স্কুল কলেজে সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ শুরু। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া প্রার্থীদের চূড়ান্ত নিয়োগে পুলিশ ভেরিফিকেশন শুরু হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের শিক্ষক পদে সুপারিশ পাওয়া প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনের জন্য ফরম পূরণের নির্দেশ দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রার্থীদের নির্ধারিত ফরম ডাউনলোড করে পাঁচ কপি নিজ হাতে পূরণ করতে হবে। পরে তা এনটিআরসিএতে পাঠাতে হবে।
তৃতীয় গণবিজ্ঞপ্তিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের বলা হয়েছে, পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রত্যেক প্রার্থীর সুরক্ষা ও সেবা বিভাগ কর্তৃক নির্ধারিত পুলিশ প্রত্যয়ন ফরম (ভি-রোল) পূরণ করা প্রয়োজন। এনটিআরসিএর ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) পুলিশ সিকিউরিটি ভেরিফিকেশন বক্স থেকে ভি-রোল ফরম ডাউনলোড করে ফরমের পাঁচ কপি নিজ হাতে পূরণ করতে হবে। এরপর খামের ওপরে বড় অক্ষরে প্রার্থীর নিজ জেলার নাম উল্লেখ করে ডাকযোগে এনটিআরসিএ কার্যালয়ে পাঠাতে হবে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে কপি পাঠাতে হবে।