Type Here to Get Search Results !

Primary Job Exam Syllabus প্রাইমারি চাকরি পরীক্ষার সিলেবাস ও মানবন্টন

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোট নম্বর ১০০, এর মধ্যে লিখিত পরীক্ষার নম্বর ৮০ আর 

মৌখিক পরীক্ষার নম্বর ২০।  

যদিও এবার ৭৫ মার্কের এমসিকিউ পরীক্ষা নেওয়া হয়েছে। 

বাকি ২৫ নম্বরের মধ্য মৌখিক পরীক্ষার নম্বর ১৫ এবং সার্টিফিকেট এর উপর ১০ নম্বর। 

লিখিত পরীক্ষা নেয়া হবে এমসিকিউ পদ্ধতিতে।

বিষয় গুলো হচ্ছে বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞান।


মানবন্টনঃ

১.বাংলা —২০
২. ইংলিশ —২০
৩.গণিত —২০
৪. সাধারম জ্ঞান +দৈনন্দিন বিজ্ঞান + কম্পিউটার —২০

বাংলা(২০)

★ ব্যাকরন—১৬
★ বাংলা সাহিত্য—৪
১.বর্ন ও ধ্বনি,দ্বিরুক্ত শব্দ—১
২. সন্ধি—১
৩. বাক্য শুদ্ধি ও বানান—৩
৪. সমাস—১
৫. প্রকৃতি ও প্রত্যয়— ১
৬. শব্দ—১
৭. বিপরীত শব্দ—১
৮. সমার্থক শব্দ—১
৯.এককথায় প্রকাশ—১
১০.বাগধারা—২
১১.পদ প্রকরন—২
১২.কারক ও বিভক্তি—
১৩. বাক্য প্রকরন—
১৪.উপসর্গ, অনুসর্গ—১
১৫.কাল, যতিচিহ্ন—১
১৬অধুনিক যুগ,রবি,নজরুল—১
১৭.পত্রিকার সম্পাদক, ছদ্মনাম, উপাধি—১
১৮.মুক্তিযুদ্ধ গ্রন্থ,উপন্যাস— ১

ইংরেজি(২০)


★ Grammer — 13/14

★ Vocabulary( মুখস্ত part)—6 / 7

★ Literature—1

১. Parts Of Speech—2

২. Tense / Right form of verb—1

৩. Fill in the blank with appropriate / preposition—3

৪. Verb,Gerund, Participle—1

৫.Number,Gender—2

৬. Voice—1

৭. Narration—1

৮.Sentence Correction—2


মুখস্ত part


৯. Spelling—1

১০. Synonym+antonym—2

১১. dioms & Phrase—2

১২. One Word Substitution—1

১৩.Proverbs/ Translation—1

১৪. Literature—1


গনিত(২০)


★ পাটিগনিত-১২/১৩ মার্কস

★ বীজগনিত-৫/৬ মার্কস

★ জ্যামিতি-৪/৫ মার্কস

পাটিগনিত


১. সংখ্যা, মোলিক সংখ্যা– – ২

২. দশমিক ভগ্নাংশের অংক– – ১

৩.শতকরা– – ১

৪. ল.সা.গু, গ.সা.গু– – ১

৫. ঐকিকনিয়ম– –

৬. অনুপাত:সমানুপাত — – ১

৭. ধারা বা অনুক্রম– – ১

৮.বয়স, গড়ের অংক–২

৯.লাভ-ক্ষতি– – ১

১০ সুদ কষা– – ১

বীজগনিত


১.মান নির্ণয়,উৎপাদক— – ১

১২. সূচক ও লগারিদম– – ১


জ্যামিতি


১৩.রেখাও কোন– – ১

১৪. ত্রিভুজ– – ২

১৫.চতুর্ভুজ,বৃত্তের ধারনা বেসিক সূত্রের অংক সমূহ– – ১

১৬.পরিমিতি– – ২

সাধারন জ্ঞান,কম্পিউটার


দৈনন্দিন বিজ্ঞান(২০)


★ বাংলাদেশ– – ১০

★ আন্তর্জাতিক– – ৫

★ বিজ্ঞান– – ৪

★ কম্পিউটার– – ২


বাংলাদেশ


১. বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, আয়তন,সীমানা—১

২.জনসংখ্যা,উপজাতি—- ১

৩.বাংলাদেশের ঐতিহ্য, স্থাপনা, নির্দশন-

৪.প্রাচীন বাংলার ইতিহাস,ইংরেজ,ব্রিটিশ শাসন–৩

৫.ভাষাআন্দোলন, মুক্তিযুদ্ধ – ৩

৬. সংবিধান ও প্রশাসনিক কাঠামো——-২

৭.খেলাধুলা,অর্জন,পুরস্কার—১

৮. অন্যান্য- বাংলাদেশের,জনপদ, নদ-নদী।

৯.প্রাকৃতিক সম্পদ,অর্থনীতি বিখ্যাত স্থান,জাতীয় দিবস ।

অন্তর্জাতিক


১.মহাদেশ পরিচিতি—১

২.ভৌগোলিক উপনাম,সীমারেখা, প্রনালী, দ্বীপ, সাগর, মহাসাগর-১

৩. চুক্তি, সন্মেলন —১

৪. সংগঠন,সংস্থা,দেশ মুদ্রা, রাজধানী, জাতিসংঘের অঙ্গসংগঠন—১

৫.পুরস্কার,খোলাধুলা ইত্যাদি-১


১.বিজ্ঞান থেকে দু’তিনটি কমন প্রশ্ন আসবে বিগত সাল+ বিসিএস বিগত সাল


২. কম্পিউটার থেকে একটি বা দু’টি প্রশ্ন থাকবে বিসিএস বিগত সাল পড়লেই হবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Search This Blog