গনিত ২০
বাংলা ২০ইংরেজি ২০
সাধারণ জ্ঞান ২০
মোট ৮০
গনিত নিয়ম জেনে বুঝে তারপর শর্টকাটে সমাধান করতে হবে অন্যথায় বারবার ভুলে যাবেন।
গনিতের জন্য কম সময়ে ও কম খরচে (ম্যাথ ম্যাজিক) বই ড. কামরুল এর বই পড়তে পারেন। এছাড়া ডাইজেস্ট বই থেকে পড়ে শিখতে পারেন। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ গাইড থেকে ও পড়তে পারেন।
বাংলা ব্যাকরণ এর জন্য ৯/১০ম শ্রেণির বোর্ড বই সবচেয়ে সহজ ও কার্যকর এবং শর্টকাট বই। এছাড়া ব্যাকরণ ও সাহিত্য বিস্তারিত জানতে ড. সৌমিত্র শেখর এর (বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা) পড়তে পারেন।
ইংরেজি এর জন্য শর্টকাটে ডাইজেস্ট এসিওরেন্স বা প্রফেসর'স এর বই পড়তে পারেন। ইংরেজি সাহিত্যের জন্য A Handbook on English Literature (Sharif Hossain Ahmad Chowdhury) এবং An ABC of English Literature (Dr. M Mofizar Rahman)
সাধারণ জ্ঞান এর জন্য শর্টকাটে ডাইজেস্ট পড়তে পারেন। এছাড়া বিস্তারিত জানতে আজকের বিশ্ব ও নতুন বিশ্ব বা এমপিথ্রি পড়তে পারেন।
স্টাডিপ্লান বা স্টাডি টেকনিক
১ম দিন
প্রাথমিক শিক্ষক নিয়োগের বিগত সালের প্রশ্ন ২০১৫ থেকে ২০১৯ এর সমাধান করতে হবে। অংক গুলো নিয়ম জেনে খাতায় করতে হবে।
২য় দিন
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ২০০৯ থেকে ২০১৪ সালের প্রশ্ন সমাধান করতে হবে।
৩য় দিন
বিসিএস প্রশ্ন ৩৮ তম থেকে ৪৩ তম পর্যন্ত সমাধান করতে হবে।
৪র্থ দিন
ম্যাথ ম্যাজিক শেষ করতে হবে
৫ম দিন
৯/১০ম শ্রেণির বোর্ড বই থেকে ব্যাকরণ ভাষা, শব্দ (মৌলিক, সাধিত, যৌগিক, যোগরূঢ় রূঢ়, সমার্থক, বিপরীত শব্দ) বাক্য (সরল, যৌগিক, মিশ্র বাক্য) সমাস, সন্ধি, কারক, বিভক্তি, ষ-ত্ব ও ণ-ত্ব বিধান, প্রত্যয়, উপসর্গ এক কথায় প্রকাশ, বাগধারা, প্রবাদ,
ডাইজেস্ট এসিওরেন্স থেকে বাংলা পড়বেন, এমপিথ্রি পড়তে পারেন।
৬ষ্ঠ দিন
ডাইজেস্ট থেকে ইংরেজি পড়বেন Noun pronoun adjective verb adverb preposition conjunction interjection ভোকাবুলারি, Synonym Antonym Analogy Spelling বানান, ভয়েস, ন্যারেশন, ইত্যাদি এগুলো মুখস্থ রাখুন। এমপিথ্রি থেকে ও পড়তে পারেন।
৭ম দিন
ডাইজেস্ট এসিওরেন্স বই থেকে সাধারণ জ্ঞান + কম্পিউটার পড়বেন
৮ম দিন
বিশেষ সংখ্যা পড়ে শেষ করতে হবে।
৯ম দিন
রিভিশন
১০ম দিন
রিভিশন
১১তম দিন
রিভিশন
১২তম দিন
রিভিশন
১৩তম দিন
রিভিশন
১৪ তম দিন
রিভিশন দিতে থাকবেন এই নিয়মে
যতই পড়বে ততই শিখবে।
আশা করি সফল হবেন।