মহেড়া জমিদার বাড়ি পিকনিক স্পট
April 03, 2022
0
মহেড়া জমিদার বাড়ি পিকনিক স্পট। এখানে দেখার মত বিশাল বিশাল পুরাতন ভবন আছে। শিশু কিশোরদের উপযোগী বিভিন্ন ধরনের খেলনা রাইডের নাগোরদোলা, ট্রেন, ব্যবস্থা আছে। মিনি চিড়িয়াখানা আছে এতে চিত্রা হরিণ,ময়ুর, ঈগল পাখি, ময়না পাখি, রাজহাঁস, ঘুঘু পাখি আছে। পুকুর,লেক, ফুলের বাগান ফাস্টফুড রেস্তোরাঁ খাবারের দোকান, গাড়ি পার্কিং এর বিশাল জায়গা। ওয়াশরুম মহিলা পুরুষ এর জন্য সুব্যবস্থা রয়েছে। বিভিন্ন স্থানে গাছের ছায়ায় বসার সুব্যবস্থা রয়েছে। এখানে প্রবেশ করতে নির্দিষ্ট ফি দিতে হবে। গাড়ি পার্কিং এর জন্য ফি দিতে হবে।