HSC এর পর সাইন্স আর্টস কমার্স এর ছেলে মেয়ে যেকেউ ভর্তি হতে পারে।
ভর্তি পরীক্ষায় প্রতিযোগিতাও তেমন হয়না, যেকেউ ভর্তি হতে পারে।
সরকারি প্রতিষ্ঠানে ভর্তি হতে পারলে থাকা খাওয়া খরচ ফ্রী।
বিষয়গুলো অনেকেই জানেনা, গ্রামের ছোট ভাই-বোনদের বুঝিয়ে নার্সিংএ পড়ার পরামর্শ দিন।
কেউ হয়তো বলবেন করোনার জন্য নিয়োগ হচ্ছে; এটা ভুল নার্সিং নিয়োগ প্রতিবছর হয়, দেশে শুধু সরকারি হাসপাতালে নার্সিং পদ ৭৪ হাজার+