১। প্রাথমিক সহকারী শিক্ষকদের ২য় শ্রেণির মর্যাদা সহ ১০ম গ্রেড প্রদান করা।
২। ডিপিএড / সিইনএড প্রশিক্ষণ করে নিন্মধাপে ফিক্সেশন করার কারণে বেতন কমে যাওয়া শিক্ষকদের ঐ সময় থেকে উচ্চ ধাপে বেতন নির্ধারন করা।
৩। উন্নীত স্কেল ( ১৩তম গ্রেড ) প্রদানের কারণে ১০/১৬ বছরের উচ্চতর গ্রেডের সমস্যা সমাধান করা।
৪। সহকারী শিক্ষকপদকে এন্ট্রি পদ ধরে শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদান করা।
৫। তিন বছর পূর্ন হলেই অটো শ্রান্তি বিনোদন ভাতা প্রদান করা।
৬। শীঘ্রই শিক্ষকদের বদলী চালু করা।
৩ লক্ষ শিক্ষকের মধ্যে ১ জন ডিজি হবে, ৬৪ জন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হবে, ১২৮ জন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হবে আর TEO এবং ATEO মিলে না হয় ৫ হাজার অফিসার হিসেবে, ৪০ হাজার প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পাবে কিন্তু বাকি প্রায় ২ লক্ষ ৫০ হাজার শিক্ষকের কী লাভ হবে? তারা তো ১৩ তম গ্রেডের কর্মচারী থেকে যাবে? কী হবে এই নীতিমালা দিয়ে? তাই ন্যায্যতার ভিত্তিতে ১০ম গ্রেড চাই। ১০ম গ্রেড ছাড়া অন্য কোনো দাবি আপতত কেউ করবেন না, প্লিজ। ১০ম গ্রেড পেয়ে কর্মকর্তা হলে বাকিগুলো আপনা আপনিই মিটে যাবে-ইনশাআল্লাহ্।