Type Here to Get Search Results !

শিক্ষক নিবন্ধন পাশ করলেই প্যানেল থেকে নিয়োগ

প্যানেল করার পাশাপাশি ,,, দাবিগুলো হবে,,,
১. ইনডেক্সধারীরা শিক্ষক নিয়োগে আবেদন করতে পারবে না।
২. নতুন কোনো ntrca বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে না।
৩. শিক্ষক নিয়োগে একটা বেশি আবেদন নয়।
৪. সকল নিবন্ধন সনদধারীদেরকে নিয়োগ দেওয়ার পর নতুন বিজ্ঞাপ্তি দিতে হবে।
৫. মেরিট তালিকা অনুযায়ী নিয়োগ প্রধান বিধি ধারাবাহিক করতে হবে।
৬. বিষয় ভিত্তিক সাবজেক্ট অনুযায়ী নিয়োগ দিতে হবে।
৭. স্কুলে বিষয় ভিত্তিক সাবজেক্ট পদ সৃজন করে নিয়োগ দিতে হবে।
৮. বদলি চালু করতে হবে। 
৯. সকল নিয়োগ ntrca (অধ্যক্ষসহ অফিসের সকল নিয়োগ) দিতে হবে।
১০. কম্পিউটার সাটিফিকেট যারা পেয়েছেন (০৬ মাস) তাদের সকলকে নিয়োগ দিতে হবে।
১১. প্রতিবছর শিক্ষক নিয়োগ দিতে হবে, মেধাক্রম অনুযায়ী। 
মতামতঃ
মোঃ আছলাম হোসেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Search This Blog