একজনকে জিজ্ঞাসা করলাম ভাই আপনার এই ব্যবসা দিয়ে সংসার চলে? বলল, হুজুর আগে একটা চাকরি করতাম এখন চাকরি ছেড়ে এই ব্যবস্থা করতেছি। আলহামদুলিল্লাহ প্রতিদিন 3-4 হাজার টাকা বিক্রি হয় এবং আমার বেশ ভালো একটা লাভ থাকে এবং আমি খুব ভালভাবে সংসার চালিয়ে যাচ্ছি।
একটা ছোট ছেলেকে দেখলাম বললাম তুমি পড়াশোনা করো না? সে বলল জি হুজুর আমি আরবি পড়ি এবং ব্যবসা করি। আলহামদুলিল্লাহ এই ছোট ছেলেটাও সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে।
আরেকজন কে জিজ্ঞাসা করলাম আপনি আর কিছু করেন?
সে বলল আমি একটা চাকরি করি এবং পাশাপাশি এই ব্যবসা করি। আলহামদুলিল্লাহ ভালই চলে।
একটা বিষয় খেয়াল করে দেখলাম কিছু মানুষ ভিক্ষা করার জন্য উঠছে। প্রচুর ভিক্ষুক। প্রায় একই অবস্থা কেউ ব্যবসা করছে আর কেউ ভিক্ষা করছে।
যারা ব্যবসা করছেন তারা তো অন্তত ভিক্ষা করছেন না বা দুর্নীতি করে টাকা কামাই করছেন না বা কোন ব্যাংকে বসে সুদের লেনদেন করছেন না। এ মানুষগুলো অনেক দামী আমার কাছে। এনারা কারো কাছে হাত পাতে না। সুদ খায় না , সুদের লেনদেন লেখালেখি করে না, ঘুষ খায় না কাউকে ঘুষ দেয় না, এক কথায় নিজের হাতে উপার্জন করে খায়।
হজরত জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘হে লোকেরা! তোমরা আল্লাহকে ভয় করো এবং বৈধ উপায়ে জীবিকা অর্জন করো। কেননা কোনো প্রাণীই তার নির্ধারিত রিজিক পূর্ণ না করে মৃত্যুবরণ করবে না, যদিও কিছু বিলম্ব ঘটে। সুতরাং আল্লাহকে ভয় করো এবং সৎভাবে জীবিক অর্জন করো। যা হালাল তাই গ্রহণ করো এবং যা হারাম তা বর্জন করো।’ (ইবনে মাজাহ)
- আবু ইয়ালার বর্ণনায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন- হে লোকেরা! সম্পদের প্রাচুর্যতাই ধনী নয় বরং আসল ধনী হচ্ছে মনের ঐশ্বর্য। আর আল্লাহ তার বান্দাকে তাই দেবেন যা তিনি তার রিজিকে রেখেছেন। সুতরাং সৎভাবে উপার্জন করো। যা হালাল করা হয়েছে তা গ্রহণ করো এবং যা হারাম করা হয়েছে তা বর্জন করো।’
তাই ভাই ও বোনেরা আসুন আমরা নিজেরা কিছু করার চেষ্টা করি। যারা পড়াশোনা করছেন তারা পড়াশোনার পাশাপাশি ব্যবসা করার চেষ্টা করেন।
ব্যবসার প্রতি গুরুত্ব দিয়ে নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'তোমরা ব্যবসা করো, কেননা রিজিকের ১০ ভাগের ৯ ভাগই রয়েছে ব্যবসায়।
Collected