কি কি প্রয়োজন ::
1. সোলার প্যানেল ১০০ ওয়াট ( ১০০*৩৮) =৩৮০০/-
2. ইনভার্টার ১০০০ ওয়াট (৯০০/- থেকে ১৬০০/-) ভিতরে। আপনার পছন্দ অনুযায়ী।
অনেকের দুরত্ব অনুযায়ী আরও বেশি লাগতে পারে।
৪. ৫-৭ ঘন্টা ব্যাকআপ দিবে এই রকম একটা ব্যটারি।
এই খানেই টাকার বিষয়টি এসে যায়। আমাদের যে গ্রাম-গঞ্জে ইজিবাইক চলে, এর পুরাতন ব্যটারি পাওয়া যায়।।(৩৮০০-৪৫০০) টাকার ভিতরে পেয়ে যাবেন। যদি আপনি ৩ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ চান, তবে ১ টা হলেই যথেষ্ট। আর বেশি চাইলে ২ টা।
৫. চার্জ কন্ট্রোলার =(২৫০-৬৫০)টাকা
এখন মোট টাকা হিসেব করা যাক।
যদি কম দিয়ে হিসেব করি তাহলে
প্যানেলের দাম=৩৮০০/-
ইনভার্টার এর দাম =৯০০/-
তারের দাম=৬০০/-
ব্যাটারি দাম=৩৮০০/-
চার্জ কন্ট্রোলার দাম=২৫০/-
মোট-------------৯৩৫০/-
আর বেশি দিয়ে হিসাব করলে
মোট টাকা আসে--- ১৬০০০/-
আমি কম টাকার টা ব্যবহার করতেছি।
৩ ঘন্টা ব্যাকআপ , সাথে একটা টেবিল ফ্যান & ১৫ ওয়াটে একটা বাল্ব চলে।
বি:দ্র- আমি কোনো বিজ্ঞাপন দিতে আসি নাই।সারা বাংলাদেশ এখন বিদ্যুতের সমস্যায় আছে। আমরা ফ্রিল্যান্সারের সবাই ভাই ভাই। একে অন্যের বিপদে আমাদের এগিয়ে আসতে হবে। আমি যে সলিউশনটা খুঁজে পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
Collected and edited