ছবি: সংগৃহীত
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ট্রেন অপারেটর পদে জনবল নেবে। বাংলাদেশের স্থায়ী নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদসংখ্যা ও যোগ্যতা
পদের নাম: ট্রেন অপারেটর
পদসংখ্যা: ১৫টি
বেতন: গ্রেড–১০ অনুযায়ী মূল বেতন ৩৬,৮০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি। তবে শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ/জিপিএ গ্রহণযোগ্য হবে না।
বয়সসীমা: ৩১ আগস্ট ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স গণনায় এসএসসি বা সমমানের সনদপত্রে উল্লিখিত জন্মতারিখ গ্রহণযোগ্য হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের dmtcl.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে ক্লিক করে বিস্তারিত দেখতে পারবেন।
আবেদন ফি: আবেদনপত্র জমা দেয়ার ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। ফি বাবদ ৫০০ টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ৫৮ টাকা মিলিয়ে মোট ৫৫৮ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে পরিশোধ করতে হবে।
পরীক্ষা: পরীক্ষার তারিখ, সময় ও স্থান প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এবং ডিএমটিসিএলের ওয়েবসাইটে জানিয়ে দেয়া হবে।
আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৫টা