Type Here to Get Search Results !

প্রাইমারি নিয়োগ পরীক্ষায় ভালো করতে সাধারন জ্ঞান বিষয়ের শর্টকাট সাজেশন

প্রাইমারি নিয়োগ পরীক্ষায় ভালো করতে "সাধারন জ্ঞান" বিষয়ের শর্টকাট সাজেশন
প্রাইমারি পরীক্ষায় "সাধারন জ্ঞান" বলতে মূলত বাংলাদেশ বিষয়াবলি, আন্তজার্তিক বিষয়াবলি, বিজ্ঞান, ভূগোল ও কম্পিউটার বিষয়ের সমষ্টিকে বোঝায়। সাধারন জ্ঞান থেকে ২০ নম্বরের প্রশ্ন এসে থাকে তবে বাংলাদেশে বিষয়াবলি থেকে অনেকটা সিংহভাগ প্রশ্ন (প্রায় ১২-১৪ মার্কস), আন্তজার্তিক বিষয়াবলি থেকে হয়তো ২-৩ মার্কস, বিজ্ঞান + ভূগোল থেকে ২-৩ মার্কস এবং কম্পিউটার থেকে ২ মার্কস এর মতোন প্রশ্ন এসে থাকে। তাছাড়া বিগত প্রাইমারির প্রশ্ন অনেকটা বিসিএস কেন্দ্রিক হওয়ার কারনে এই অংশের প্রস্তুতি অনেকটা Standard Pattern এ নিতে হবে।

 Part A : (বাংলাদেশ বিষয়াবলি)

Category : 01 = মুক্তিযুদ্ধভিওিক চলচ্চিত্র (Target Marks : ০১)

- বর্তমান সময়ের প্রাইমারি পরীক্ষায় মুক্তিযুদ্ধভিওিক প্রামাণ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এর বিষয়বস্তু, পরিচালক + চলচ্চিত্রকার নিয়ে ধারনা রাখতে হবে। 

Category : 02 = শেখ মুজিবুর রহমান সংশ্লিষ্ট তথ্য (Target Marks : ০১/০২)

- শেখ মুজিবুর রহমান সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সকল গুরুত্বপূর্ণ তথ্য পড়ে রাখতে হবে। কারন শেখ মুজিবুর রহমান নিয়ে ০১/০২ মার্কসের মতোন প্রশ্ন আসতে দেখা যায়। 

Category : 03 = জনসংখ্যা + উপজাতি (Target Marks : ০১)

- এই অংশ থেকে উপজাতি থেকেই প্রশ্ন বেশি আসতে দেখা যায়। উপজাতি থেকে প্রধানত উপজাতিদের অবস্থান, উৎসব, ভাষা, ধর্ম + কিছু বেসিক তথ্য পড়লেই যথেষ্ট। আর জনসংখ্যা থেকে জনশুমারীর সকল তথ্য, কবে কবে জনশুমারী হয়েছে, জনসংখ্যায় বিশ্বের অবস্থান এগুলো নিয়ে ধারনা রাখতে হবে। 

Category : 04 = প্রাথমিক শিক্ষা ও শিশু বিষয়ক তথ্য (Target Marks : ০১)

- প্রাথমিক শিক্ষা ও শিশু বিষয়ক সকল গুরুত্বপূর্ণ তথ্য ভালোমতো পড়তে হবে, কারন এই টার্মস থেকে ১ নম্বরের প্রশ্ন হবেই ইনশাআল্লাহ। 

Category : 05 = ভাষা আন্দোলন, ছয় দফা, মুজিবনগর সরকার, আগড়তলা মামলা (Target Marks : ০২/০৩)

- ভাষা আন্দোলন থেকে গুরুত্বপূর্ণ তারিখ + সংগঠন + ব্যক্তিবর্গ, কিছু প্রভাতফেরি গানের সুরকার - গীতিকার, আন্তজার্তিক মাতৃভাষা দিবস স্বীকৃতি, ছয়টি দফার আলোচ্য বিষয়, ছয়দফা বিষয়ক গুরুত্বপূর্ণ তারিখ, মুজিবনগর সরকারের কার কি দায়িত্ব এবং আগড়তলা মামলা নিয়ে ভালো ধারনা রাখতে হবে।

Category : 06 = ধানের জাত + বিভিন্ন ফসলের গুরুত্বপূর্ণ জাত, সুন্দরবন (Target Marks : ০১)

- ধানের গুরুত্বপূর্ণ জাতগুলো + ফসলের গুরুত্বপূর্ণ জাত নিয়ে ধারনা রাখতে হবে এবং সুন্দরবন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য একটু দেখে যেতে হবে। এর সাথে কৃষিশুমারী কবে কবে হয়েছিল তা একটু রিডিং দিলে ভালো হবে।

Category : 07 = বাংলাদেশের মুক্তিযুদ্ধ + মুক্তিযুদ্ধ ভিওিক ভাস্কর্য (Target Marks :০১)

মুক্তিযুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ তারিখ + দেশ-বিদেশে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, কনসার্ট এবং মুক্তিযুদ্ধ ভিওিক বিভিন্ন ভাস্কর্যের ভাস্করের নাম মুখস্থ করতে হবে।

Category : 08 = বাংলাদেশের উন্নয়নমূলক প্রকল্প (Target Marks : ০১)

- এই টপিকের জন্য পদ্মা সেতু, পদ্মা রেল সংযোগ সেতু, মেট্রোরেল, শেখ মুজিব টানেল, এক্সপ্রসওয়ে, বাংলাদেশ বিদুৎ প্রকল্প নিয়ে ধারনা রাখলে ১ মার্কস কমন পাওয়া যেতে পারে। 

Category : 09 = SDG, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, বাংলাদেশ ২০৪১, ডেল্টা প্লান ২১০০ (Target Marks : ০১)

- এই টপিক বর্তমান সময়ের প্রাইমারি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। গতবছরে এই টপিক থেকে প্রশ্ন এসেছিল।

Category : 10 = শেখ হাসিনা (Target Marks : ০১)

- শেখ হাসিনার উন্নয়ন মূলক কাজ, উক্তি, পদক - এই ব্যাপার গুলো ভালোমতো পড়লে ১ নম্বর কমন পড়ার সুযোগ তৈরি হয়। 

Category : 11 = GDP, ভৌগলিক GI পণ্য, বাজেট (Target Marks : ০১)

- বাজেট ঘোষনার পর যেহেতু প্রাইমারি Exam হচ্ছে তাই এই টপিক থেকে প্রশ্ন আসতে পারে। যদিও বাজেট নিয়ে ঔইঅর্থে প্রশ্ন আগে হয়নি তবে গত প্রাইমারির Question Pattern বলে দেয় এই ধরনের টপিক প্রাইমারির জন্য গুরুত্বপূর্ণ। এর সাথে GDP ও ভৌগলিক GI পণ্য নিয়ে ধারনা রাখতে হবে। তাছাড়া রামসার সাইট, UNESCO কর্তৃক ঘোষিত বিশ্ব ঐতিহ্য নিয়ে ধারনা রাখতে হবে। 

Category : 12 = পদক ও পুরস্কার (Target Marks : ০১)

- ৯৫তম অস্কার, ৭৫তম কান চলচ্চিত্র, নোবেল পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদক, সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত গুরুত্বপূর্ণ চলচ্চিত্র ও পুরস্কার এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি।

Category : 13 = বিবিধ (Target Marks : ০১)

- সংবিধান,জাতীয় সংসদ নির্বাচন, সরকার ব্যবস্থা, পঞ্চবার্ষিক পরিকল্পনা, উন্নয়ন পরিকল্পনা, LDC, ১৯৫৪ যুক্তফ্রন্ট, স্যাটেলাইট এগুলো নিয়ে ধারনা রাখতে হবে।

Part : B (আন্তজার্তিক বিষয়াবলি) 

আন্তজার্তিক বিষয়াবলি এর জন্য নিচের Topic গুলো পড়লেই ৩/৪ নম্বর এর জন্য Standard Preparation হবে ইনশাআল্লাহ। 

Category : 01 = OIC, কমনওয়েলথ, NAM, NATO, World Bank, G-7, ASEAN, SAARC, D-8, EU এবং AIIB, NDB Bank নিয়ে ভালো ধারনা রাখতে হবে। (Very Very Important Category) 

Category : 02 = জাতিসংঘ + জাতিপুঞ্জ, COP, বিভিন্ন কনভেনশন বা প্রোটোকলের কাজ, পরিবেশ বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ সম্মেলন নিয়ে ধারনা রাখতে হবে। 

Category : 03 = প্রাচীন সভ্যতা + দক্ষিন এশিয়া মহাদেশ নিয়ে শুধু গুরুত্বপূর্ণ তথ্য। 

Category : 04 = TIFA চুক্তি, ভুটান বাংলাদেশ ট্রানজিট চুক্তি, বাংলাদেশ -ভারত পাইপলাইন এরকম কিছু গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ইস্যুগুলো নিয়ে ধারনা রাখতে হবে।

Part : C (কম্পিউটার) 

কম্পিউটারের জন্য নিচের টপিক গুলো দেখে গেলে ২/৩ মার্কস এর জন্য Standard Preparation হবে। 

- ইনপুটর ও আউটপুট ডিভাইস 
- কম্পিউটার মেমোরি ও স্টোরেজ মিডিয়া 
- অপারেটিং সিস্টেম 
- বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামিং ভাষার উদাহরণ + অনুবাদক সফটওয়্যার 
- Antivirus, কম্পিউটার কোডিং ও গেট
- ডেটাবেজ সিস্টেম ও প্রোটোকল 
- ডেটা ট্রান্সমিশন মোড, Wireless Communication System ও কম্পিউটার নেটওয়ার্ক

Part : D (বিজ্ঞান + ভূগোল) 

বিজ্ঞানের জন্য নিচের টপিক গুলো দেখে গেলে ৩/৪ মার্কসের জন্য Standard Preparation হবে ইনশাআল্লাহ। 

- সালোকসংশ্লেষণ, শ্বসন ও প্রস্বেদন 
- কিছু গুরুত্বপূর্ণ কমন যৌগের সংকেত যেমন : খাবার লবন, খাবার সোডা, ব্লিচিং পাউডার, সোডা অ্যাশ, চুন এরকম কিছু কমন সংকেত দেখে যেতে হবে। 
- মহাকর্ষ, অভিকর্ষ, শক্তির বিভিন্ন উৎস 
- তাপ ও তাপগতিবিদ্যা 
- আলোর তত্ত্ব এবং বিভিন্ন রশ্নির তরঙ্গদৈর্ঘ্য
- আইসোটোপ, জারক-বিজারক
- বংশগতি, ক্রোমোজোম 
- রক্ত, রক্তচাপ ও রক্তকণিকা 
- খাদ্য, পুষ্টি ও ভিটামিন 
- ভাইরাস ও ব্যাকটেরিয়া 
- বিভিন্ন ধরনের কালচার, সংক্রামক রোগ, HDL ও LDL
- নবম দশম শ্রেণির পর্দাথ বিজ্ঞান বইয়ের ১ম অধ্যায় ও রসায়ন এর ২য় অধ্যায় পড়তে হবে।
- ভূগোলের জন্য ৩৫-৪৫ তম বিসিএস এর প্রশ্ন সমাধান করাই যথেষ্ট হবে। 

বাংলাদেশ বিষয়াবলি, আন্তজার্তিক বিষয়াবলি, বিজ্ঞান + ভূগোল, কম্পিউটার অংশগুলোর জন্য উপরের টপিকের সাথে সাথে ৩৫-৪৫ তম বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো (ব্যাখ্যা ছাড়া) একটু চোখ বুলিয়ে গেলে ইনশাআল্লাহ Concrete Preparation হবে। এই ৩৫-৪৫ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধানের জন্য বাংলাদেশ বিষয়াবলি, বিজ্ঞান, ভূগোল অংশকে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে কারন বিসিএস Previous Question থেকে হুবুহু Question দিলে এই ৩টি বিষয়ের দেওয়ার Possibility বেশি। 

আশা করি, এই পোস্ট প্রাইমারি পরীক্ষার সাধারন জ্ঞান প্রস্তুতি শাণিত করতে সহায়ক ভূমিকা পালন করবে। তাই নিজের উপর আস্থা ও সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে ভালোমতো প্রস্তুতি নেন, সৃষ্টিকর্তা খালি হাতে ফেরাবেন না। সৃষ্টিকর্তা সবার মনের নেক আশা পূরন করুক এই কামনা করি এবং আমার জন্য দোয়া রাখবেন সবাই যাতে কিছু সংখ্যক মানুষের আনন্দের কারন হতে পারি।
Collected and edited
আরো সাজেশন পেতে দেখুন

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Search This Blog