Type Here to Get Search Results !

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সেবা সমূহ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিতে আসো তাঁদের জন্য কিছু দিক নির্দেশনা। আমার বিশ্বাস এ থেকে তোমাদের সময় কিছুটা হলেও বাঁচবে ।

রোগের ধরণ অনুযায়ী টিকিট প্রাপ্তিস্থান

আউটডোর-১

ইন্টারনাল মেডিসিন, শিশু মেডিসিন, রেসপিরেটরি, কার্ডিওলজি, এন্ডোক্রাইনোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, হেমাটোলজি, নেফ্রোলজি, নিউরোলজি, অনকোলজি, ফিজিক্যাল মেডিসিন, রিউমাটোলজি, র্চম ও যৌন, মনোরোগ এর ডাক্তার দেখাতে হলে যা করতে হবে।

* আউটডোর-১ (আজিজ সুপার মার্কেটের সাথে) আসতে হবে। সকাল ৮.০০ ঘটিকা হতে টিকিট দেওয়া শুরু হয়। সেখান থেকে টিকিট কেটে টিকিটে বর্ণিত রুমে গিয়ে চিকিৎসা নিতে হবে।

আউটডোর-২
জেনারেল সার্জারি, হেপাটোবিলিয়ারি, কলোরেক্টাল সার্জারি, চক্ষু, গাইনী, নাক-কান-গলা, নিউরোসার্জারী, অর্থোপেডিক, শিশু সার্জারি, ইউরোলজি এর ডাক্তার দেখাতে হলে যা করতে হবে।

* আউটডোর-২ (আজিজ সুপার মার্কেটের সাথে) আসতে হবে। সকাল ৮.০০ ঘটিকা হতে টিকিট দেওয়া শুরু হয়। সেখান থেকে টিকিট কেটে টিকিটে বর্ণিত রুমে গিয়ে চিকিৎসা নিতে হবে।

* দাঁতের চিকিৎসার জন্য (ব্লক এ) (যা শাহবাগ মোড়ে অবস্থিত পূবালী ব্যাংক বিল্ডিং) গিয়ে ৩য় তলায় টিকিট সংগ্রহ করে চিকিৎসা নিতে হবে।

বৈকালিন চিকিৎসা সেবাঃ

বেলা ২.৩০ মিনিট হতে শুধুমাত্র কনসালটেন্ট, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপকগণ চিকিৎসা দিয়ে থাকেন।

টিকিটের মূল্য ২০০ টাকা, আর প্রাপ্তিস্থান আগের তথ্য অনুযায়ী।

টেস্টসমূহ
১। সকল প্রকার রক্তের টেস্ট আউটডোর-১ এবং আউটডোর-২ এর নিচে করাতে পারবে। 
২। এক্সরে, এমআরআই, সিটিস্ক্যান, আল্ট্রাসাউন্ড - ব্লক এফ (বিসিএস ভবনে পরের বিল্ডিং) বা ক্যান্সার ভবনে করাতে পারবে।
৩। এছাড়াও বিভিন্ন টেস্ট বিভিন্ন বিল্ডিং এ হয় যা তথ্যকেন্দ্রের মাধ্যমে জানতে পারবে।

এখানের বিল্ডিং গুলোকে এক একটা ব্লক হিসেবে চিহ্নিত করা হয়। যেমন-
এ ব্লক, বি ব্লক, সি ব্লক, ডি ব্লক, ই ব্লক, এফ ব্লক কেবিন ব্লক, বেতার ভবন (যেখানে কোভিড টেস্ট করানো হয়) ইত্যাদি।

তথ্যকেন্দ্র:
বি ব্লক, সি ব্লক, আউটডোর-১, আউটডোর-২ এর নিচে রয়েছে।

প্রতিনিয়তই চিকিৎসা সেবার পরিধি সম্প্রসারিত হচ্ছে, তাই বিভিন্ন সেবা প্রাপ্তির স্থান পরিবর্তন হতে পারে।

মোটকথা তোমাকে এখানে এসে তথ্যকেন্দ্রের সহায়তা নিয়ে প্রয়োজনীয় সেবার সঠিক জায়গা সম্পর্কে জানতে হবে।

ধন্যবাদ

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Search This Blog