আমার কাছে এই পর্যন্ত অনেকেই সত্যায়িত করতে এসেছেন। খেয়াল করলাম তাদের বেশিরভাগের রেজাল্ট SSC ও HSC তে A+ এবং স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ভালো সিজিপিএ।
তবে এসব মেধাবীকে ১৩ গ্রেডের বেতন দিয়ে ধরে রাখা কঠিন, আর থাকলেও সন্তুষ্টি ও আগ্রহ নিয়ে শিক্ষাদানের মন মানসিকতা থাকবেনা।
আমি মনে করি প্রাইমারি লেভেল কে ৮ম শ্রেণী পর্যন্ত উন্নীত করে বেতন ১০ম গ্রেড এবং নিয়মিত প্রশিক্ষণ ও প্রমোশনের ব্যবস্থা করা উচিৎ।
আশা করি রাষ্ট্র এসব মেধাবীদের যথাযথ মূল্যায়ন ও সম্মানের ব্যবস্থা করবেন।
লেখকঃ উপজেলা মৎস্য কর্মকর্তা,সাঁথিয়া উপজেলা