Type Here to Get Search Results !

শিক্ষকদের বস একজন শিক্ষক হওয়া উচিত

এই কথাটাই এতদিন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিলো। শিক্ষকগণ কেন অন্যেদের বস বস  করবে?
প্রাথমিক সেক্টরে চাকুরির এন্ট্রি লেভেল থাকবে জুনিয়র শিক্ষক। এরপর সিনিয়র শিক্ষক,  প্রধান শিক্ষক,  এটিইও, টিইও/ ইউআরসি ইন্সট্রাক্টর/ পিটিআই ইন্সট্রাক্টর, সহকারী সুপার/ সহকারী জেলা শিক্ষা অফিসার, সুপার/ জেলা শিক্ষা অফিসার, সহকারী পরিচালক, পরিচালক এই সকল পদের গোড়া থাকবে জুনিয়র শিক্ষক। প্রত্যেক পদধারী কোনো একসময় শিক্ষককতা করে আসবে। অর্থাৎ শিক্ষকের বসও হবেন একজন শিক্ষক। কোনো পদেই সরাসারি কাউকে নিয়োগ দেয়া যাবে না শুধু জুনিয়র শিক্ষক  ছাড়া।
জুনিয়র শিক্ষক থেকে উপরের পদে পদোন্নতির ক্ষেত্রে বয়স ও উপযুক্ত পরীক্ষা ব্যবস্থার ফলাফলকে মানদণ্ড ধরতে হবে।
তবে হ্যা জুনিয়র শিক্ষকদের গ্রেড থাকবে ১০ম গ্রেড। কেননা তাদের যোগ্যতা থাকতে হবে স্নাতক বা সমমান।
আশা করা যায় স্নাতক যোগ্যতার মেধাবী শিক্ষকগণ উপরের যেকোন পদে চাকুরির যোগ্যতা রাখে!

ফ্যাক্টঃ
"শিক্ষকদের কোন বস থাকতে পারে না" -অধ্যাপক ড. কামরুল হাসান মামুন
( পদার্থবিজ্ঞান, ঢাকা বিশ্ববিদ্যালয়।)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Search This Blog