Type Here to Get Search Results !

বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কোটেশন

বাংলা কোটেশন। 

 ১⇨কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে।সন্ধ্যাবেলায় দীপ জ্বালবার আগে সকাল বেলা সলতে পাকানো।______যোগাযোগ (রবীন্দ্রনাথ ঠাকুর) 
২⇨কিন্তু মানুষ কখনো পাষাণ হয় না। ________রাজসিংহ (বঙ্কিমচন্দ্র)
৩⇨মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে______মীর মশাররফ হোসেন। 
৪⇨ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।______মোতাহের হোসেন চৌধুরী। 
৫⇨একখানি ছোট ক্ষেত আমি একলা______সোনার তরী (রবীন্দ্রনাথ ঠাকুর)
৬⇨কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথে?______কৃষ্ণচন্দ্র মজুমদার। 
৬⇨পাখি সব করে রব রাতি পোহাইল_______মদনমোহন তর্কালংকার।
৭⇨শিশু রাজ্যে এই মেয়েটি একটি ছোটখাটো বর্গী উপদ্রব বলিলেই হয়।______সমাপ্তি (রবীন্দ্রনাথ ঠাকুর) 
৮⇨তোমার সৃষ্টির পথে রেখেছ আকীর্ণ করি ______শেষ লেখা(রবীন্দ্রনাথ ঠাকুর) 
৯⇨রূপ লাগি আখি ঝরে শুনে মন ভোর।_____জ্ঞানদাস। 
১০⇨সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা।____বলাকা কবিতা (রবীন্দ্রনাথ ঠাকুর) 
১১⇨ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে,উল্টোটা করতে গেলে মুখে শুধু কালী পড়েই_______প্রমথ চৌধুরী। 
১২⇨কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তারে বেদনার ঢীকা_______কাজী নজরুল ইসলাম। 
১৩⇨"কেউ মালা, কেউ তসবি গলায়,তাইতো জাত ভিন্ন বলায়"______লালন শাহ।
১৪⇨"মধুর চেয়েও আছে মধুর সে আমার দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়ে খাঁটি"_____সত্যেন্দ্রনাথ দত্ত।
১৫⇨"সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন হউক দূর অকল্যাণ সকল অশোভন "______শেখ ফজলল করিম।
১৬⇨"বউ কথা কও, বউ কথা কও কথা অভিমানিনী সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কতটা যামিনী"______কাজী নজরুল ইসলাম। 
১৭⇨"শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির ;লিখে রেখ, একফোঁটা দিলেন শিশির। "______অকৃতজ্ঞতা (রবীন্দ্রনাথ) 
১৮⇨সেই ধন্য নরকুলে, লোকে যারে নাহি ভুলে______মাইকেল মধুসূদন দত্ত।
১৯⇨"যতকাল রবে পদ্ম মেঘনা গৌরি যমুনা বহমান/ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান "_______অন্নদা শংকর রায়।
২০⇨"এ গাঁর চাষী নিঘুম রাতে বাঁশের বাঁশির সুরে /ওইনা গাঁয়ের মেয়ের সাথে গহন ব্যথার ঝুঁরে"_____নকশী কাঁথার মাঠ।
২১⇨ফুল ফুটুক আরও না ফুটুক আজ বসন্ত ______সুভাষ মুখোপাধ্যায়। 
২২⇨"সুখের লাগিয়া এ ঘরে বাঁধিনু অনলে পুড়িয়া গেল"_____জ্ঞানদাস।
২৩⇨"তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে"_____খোকার সাধ।
২৪⇨"এ দিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার?"____রবীন্দ্রনাথ ঠাকুর। 
২৫⇨"যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ -ভূমে রণিবে না"____বিদ্রোহী। 
২৬⇨"আজ সৃষ্টি সুখের উল্লাসে"_____দোলনচাঁপা। (নজরুল) 
২৭⇨"ষোল নয়, আমার মাতৃভাষার ষোলশত রূপ"____মুনীর চৌধুরী। 
২৮⇨"মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য"____বিদ্রোহী (নজরুল) 
২৯⇨"মরণ রে,তুঁহু ম-ম শ্যামসমান"_____রবীন্দ্রনাথ ঠাকুর। 
৩০⇨"রোগকে ঘৃণা করা যায়,রোগীকে কেন?"____হুমায়ুন আহমেদ। 
৩১⇨"বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ "______মোহাম্মদ মনিরুজ্জামান। 
৩২⇨"চেষ্টায় সুসিদ্ধ করে জীবনের আশা"______ঈশ্বরচন্দ্র গুপ্ত। 
৩৩⇨"যাত্রীরা রাত্তিরে হতে এল খেয়া পার,বজ্রের তূর্যে এ গর্জেছে করে আবার "_______কাজী নজরুল ইসলাম। 
৩৪⇨মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচি বারে চাই_____প্রাণ(রবি ঠাকুর)
৩৫⇨"আনন্দলোকে মঙ্গলালোক বিরাজ সত্য সুন্দর"_____রবীন্দ্রনাথ। 
৩৬⇨"যেজন দিবসে মনের হরষে জ্বালা মোমের বাতি"______কৃষ্ণচন্দ্র মজুমদার। 
৩৭⇨"মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ"____রবীন্দ্রনাথ। 
৩৮⇨"সই কেবা শুনাইল শ্যামনাম "_____দ্বিজ চণ্ডিদাস। 
৩৯⇨"এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে,হাড়িয়া দিয়াছি কতটা সোনামুখ নাওয়ায়ে চোখে জলে"_____জসীমউদ্দিন। 
৪০⇨"হে বঙ্গ ভান্ডার তবে বিঁধিত রতন পরধন লোভে"____মাইকেল মধুসূদন দত্ত।
৪১⇨"তে কাজে নিবেদিত বাংলা করিয়া রচন।নিজ পরিশ্রম তোষিত আমি সর্বজন"_____আবদুল হাকিম।
৪২⇨যে সবাই বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী সে সব কাহার জন্ম নির্ণয় না জানি____আবদুল হাকিম। 
৪৩⇨"আজি এ প্রভাতে রবির করে কেমনে পশিল প্রাণের পরে"_____নির্ঝরের স্বপ্নভঙ্গ।
৪৪⇨"তবুও থামে না যৌবন বেগ, জীবনের উল্লাসে "_____কাজী নজরুল ইসলাম। 
৪৫⇨"হে মোর চিত্ত, পুণ্য তীর্থে জাগো করে ধীরে এ-ই মহাভারতের মহামানবের সাগর তীর।"_____রবীন্দ্রনাথ ঠাকুর। 
৪৬⇨"আমারে ছাড়িয়া এতে ব্যাথা যার কেমন করিয়া হায়,কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝঝুম নিরালায় "____জসীমউদ্দিন। 
৪৭⇨"খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে। একদা কী করিয়া মিলন হল দোঁহে, কী ছিল বিধাতার মনে"_______রবীন্দ্রনাথ ঠাকুর। 
৪৮⇨"নাচে পাপ সিন্ধু তুঙ্গ তরঙ্গ। মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ। নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্ব, ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃস্ব"_______কাজী নজরুল ইসলাম। 
৪৯⇨"ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ,ওরে অবুঝ আধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা"______রবীন্দ্রনাথ ঠাকুর। 
৫০⇨"বাপের বাড়িতে যাইবার কালে কহিল ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলীর গাঁ"______জসীমউদ্দিন। 
৫১⇨"গগণে গরজে মেঘ, ঘন বরষা কূলে একা বসে আছি নাহি ভরসা"______রবীন্দ্রনাথ ঠাকুর।।
৫২⇨"আমরা আরম্ভ করি শেষ করি না, আড়ম্বর করি কাজ করি না, যাহা অনুশীলন করি,তাহা বিশ্বাস করি না"____কাজী নজরুল ইসলাম।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Search This Blog