ক) জীব
খ) প্রাণী
গ) জীবন
ঘ) জীববিজ্ঞান
২। নিচের কোনটি ভৌত জীববিজ্ঞানের শাখা নয়?
ক) Morphology
খ) Embryology
গ) Physiology
ঘ) Microbiology
৩। পৃথিবীতে প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়?
ক) Biogeography
খ) Evolution
গ) Ecology
ঘ) Genetics
৪। এনডোক্রাইনোলজি এর আলোচ্য বিষয়-
ক) হরমোন
খ) দৈহিন গঠন
গ) শ্বসন
ঘ) ভ্রূণের বিকাশ
৫। Taxonomy হল-
ক) বিবর্তনবিদ্যা
খ) শারীরবিদ্যা
গ) শ্রেণিবিন্যাসবিদ্যা
ঘ) অঙ্গসংস্থানবিদ্যা
৬। কীটপতঙ্গের উপকারিতা নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়?
ক) Parasitology
খ) Microbiology
গ) Entomology
ঘ) Marine biology
৭। জীবাশ্ম সংক্রান্ত বিজ্ঞান হল-
ক) Endocrinology
খ) Palaeontology
গ) Biotechnology
ঘ) Biochemistry
৮। ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান হল-
ক) Biotechnology
খ) Biochemistry
গ) Biostatistics
ঘ) Bioinformatics
৯। জীববিজ্ঞানের কোন শাখায় ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করা হয়?
ক) কীটতত্ত্ব
খ) অণুজীববিজ্ঞান
গ) পরজীবীবিদ্যা
ঘ) প্রাণরসায়ন
১০। শ্রেণিবিন্যাসের লক্ষ্য কয়টি?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
১১। ক্যারোলাস লিনিয়াস পেশায় ছিলেন একজন-
ক) প্রাণিবিজ্ঞানী
খ) উদ্ভিদবিজ্ঞানী
গ) প্রকৃতিবিদ
ঘ) জীববিজ্ঞানী
১২। ফাইভ কিংডম ধারণার প্রবর্তক কে?
ক) মারগুলিস
খ) টমাস কেভলিয়ার
গ) ক্যারোলাস লিনিয়াস
ঘ) আর এইচ হুইট্টেকার
১৩। মনেরা রাজ্যের জীবদের প্রধান খাদ্যগ্রহণ পদ্ধতি কোনটি?
ক) শোষণ
খ) সালোকসংশ্লেষণ
গ) গ্রহণ
ঘ) ফটোসিনথেসিস
১৪। Nostoc কোন রাজ্যের অন্তর্ভুক্ত জীব?
ক) মনেরা
খ) প্রোটিস্টা
গ) ফানজাই
ঘ) প্লানটি
১৫। প্রোটিস্টা রাজ্যের জীবদের অযৌন জনন পদ্ধতি হল-
ক) কনজুগেশন
খ) মায়োসিস
গ) মাইটোসিস
ঘ) দ্বিবিভাজন
১৬। পেনিসিলিয়াম এর কোষপ্রাচীর কী দ্বারা নির্মিত?
ক) লিপিড-প্রোটিন
খ) কাইটিন
গ) সুবেরিন
ঘ) লিগনিন
১৭। ইস্ট কোন ধরনের স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে?
ক) হ্যাপ্লয়েড
খ) ডিপ্লয়েড
গ) ট্রিপ্লয়েড
ঘ) কোনটিই নয়
১৮। প্লানটি রাজ্যের জীবদের যৌন জনন পদ্ধতি-
ক) আইসোগ্যামাস
খ) আর্কিগোনিয়াম
গ) অ্যানাইসোগ্যামাস
ঘ) আর্কিগোনিয়েট
১৯। অ্যানিমেলিয়া রাজ্যের জীবদের কোষে কোণ অঙ্গাণুটি থাকে না?
ক) নিউক্লিয়াস
খ) মাইটোকন্ড্রিয়া
গ) রাইবোজোম
ঘ) প্লাস্টিড
২০। প্রোটোজোয়া কোন রাজ্যের অন্তর্ভুক্ত?
ক) প্রোটিস্টা
খ) ক্রোমিস্টা
গ) মনেরা
ঘ) অ্যানিমেলিয়া
২১। মনেরা রাজ্যের পুনঃনামকরণ করে কোনটি রাখা হয়?
ক) প্রোটোজোয়া
খ) ব্যাকটেরিয়া
গ) ডায়াটম
ঘ) নীলাভ সবুজ শৈবাল
২২। ছয় রাজ্য ধারণার প্রবর্তন করেন-
ক) কেভলিয়ার-স্মিথ
খ) লিনিয়াস
গ) মারগুলিস
ঘ) হুইট্টেকার
২৩। নিচের কোনটিতে অন্তর্ভুক্ত জীবের সংখ্যা সবচেয়ে কম?
ক) গোত্র
খ) শ্রেণি
গ) প্রজাতি
ঘ) গণ
২৪। নিচের কোনটি সঠিক?
ক) শ্রেণি→ গোত্র→ বর্গ→ গণ
খ) শ্রেণি→ রাজ্য→ গণ→ প্রজাতি
গ) বর্গ→ শ্রেণি→ গণ→ প্রজাতি
ঘ) শ্রেণি→ বর্গ→ গোত্র→ গণ
২৫। মানুষ কোন বর্গের অন্তর্ভুক্ত জীব?
ক) Mammalia
খ) Primate
গ) Hominidae
ঘ) Animalia
২৬। দ্বিপদ নামকরণের পদ দুটি হল যথাক্রমে-
ক) প্রজাতি ও গণ
খ) গোত্র ও গণ
গ) গণ ও প্রজাতি
ঘ) শ্রেণি ও প্রজাতি
২৭। মনেরা রাজ্যের বৈশিষ্ট্য হল-
(i) এককোষী
(ii) নিউক্লিওলাস নেই
(iii) রাইবোজোম নেই
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
২৮। প্যারামেসিয়াম এর ক্ষেত্রে কোনটি সত্য?
(i) এরা প্রকৃতকোষী
(ii) কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে
(iii) এদের ভ্রূণ গঠিত হয়
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
২৯। কোন বৈশিষ্ট্যের কারণে মানুষকে Homo গণের অন্তর্ভুক্ত করা হয়েছে?
ক) আঁকড়ে ধরার উপযোগী হাত আছে
খ) নটোকর্ড থাকে
গ) ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি উন্নত
ঘ) দুই পায়ে হাঁটতে পারে
৩০। ক্যারোলাস লিনিয়াস কোনটির প্রবর্তন করেন?
ক) শ্রেণিবিন্যাস
খ) নামকরণ
গ) ক + খ
ঘ) কোনটিই নয়
বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।
সঠিক উত্তরঃ
১। গ ; ২। ঘ ; ৩। খ ; ৪। ক ; ৫। গ ; ৬। গ ; ৭। খ ; ৮। ঘ; ৯। খ ; ১০। ক ; ১১। গ ; ১২। ঘ ; ১৩। ক ; ১৪। ক ; ১৫। গ; ১৬। খ ; ১৭। ক ; ১৮। গ ; ১৯। ঘ ; ২০। ক ; ২১। খ ; ২২। ক; ২৩। গ ; ২৪। ঘ ; ২৫। খ ; ২৬। গ ; ২৭। ক ; ২৮। ক ; ২৯। ঘ; ৩০। গ ;
উত্তর ভুল হলে মনখারাপ করবে না। বোর্ড বই থেকে যাচাই-বাছাই করবে তাহলে কেন ভুল হলো সেই বিষয়ে ধারণা পরিষ্কার হয়ে যাবে এবং উত্তর গুলো ব্রেইনে স্থায়ীভাবে থেকে যাবে।