অফারেরমেয়াদ
১ থেকে ৬ নভেম্বর, ২০২৩, প্রতিদিন দুপুর ৩:০০টা থেকে ৩:৫৯টা পর্যন্ত
অফারেরবিস্তারিত
গ্রাহকেরা কার্ড থেকে বিকাশ-এ নির্দিষ্ট ঘণ্টায় ৩,৫০০ টাকা অ্যাড মানি করলেই পাচ্ছেন ৩৫ টাকা বোনাস।
অফার চলাকালে প্রতিদিন দুপুর ৩:০০ থেকে ৩:৫৯টা পর্যন্ত কার্ড থেকে বিকাশ করে বোনাস উপভোগ করা যাবে।
অফার চলাকালে গ্রাহক প্রতিদিন সর্বোচ্চ একবার বোনাস পাবেন।
কার্ড থেকে অ্যাড মানি’র ক্ষেত্রে বোনাস প্রযোজ্য।
যে একাউন্টে অ্যাড মানি করা হবে, সেই একাউন্টে বোনাস প্রদান করা হবে।
শর্তাবলি
সচল একাউন্ট স্ট্যাটাস ও পর্যাপ্ত ব্যালেন্স থাকা সাপেক্ষে যেকোনো বিকাশ গ্রাহক নিজ একাউন্ট থেকে অ্যাড মানি করে বোনাস উপভোগ করতে পারবেন।
বোনাস উপভোগ করতে হলে গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস ও ইনকামিং লেনদেন সচল থাকতে হবে। যদি গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণে বোনাস বিতরণ সফল না হয়, সেক্ষেত্রে গ্রাহক বোনাস পাবেননা।
গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণ ছাড়া যদি অন্য কোনো অজানা/অপ্রত্যাশিত কারণে বোনাস বিতরণ সফল না হয়, সেক্ষেত্রে বিকাশ অফারের মেয়াদ শেষ হওয়ার পর ২ মাসের মধ্যে ৩ বার বিরতিতে বোনাস বিতরণের চেষ্টা করবে। এতেও সফল না হলে আর কোনো চেষ্টা করা হবেনা এবং গ্রাহক বোনাস পাওয়ার জন্য আর বিবেচিত হবেননা।
বোনাস পেতে হলে গ্রাহককে অফার চলাকালে কার্ড থেকে বিকাশ-এ সফলভাবে অ্যাড মানি করতে হবে।
কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক অফার সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের বোনাস সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে।
অজানা যেকোনো কারণে বোনাস পেতে দেরি হতে পারে। সেক্ষেত্রে, গ্রাহক 16247-এ ডায়াল করে অথবা বিকাশ গ্রাহক সেবা কেন্দ্র, বিকাশ গ্রাহক সেবা, ফেসবুক পেইজ, ওয়েব চ্যাট (লাইভ চ্যাট সার্ভিস)-এর পাশাপাশি support@bkash.com-এই ঠিকানায় ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করে এসম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
সাধারণজিজ্ঞাসা
১। অফারের মেয়াদ কত দিনের?
- অফারটি ১ থেকে ৬ নভেম্বর ২০২৩, প্রতিদিন দুপুর ৩:০০ থেকে ৩:৫৯ পর্যন্ত চলবে।
২। বোনাসের পরিমাণ কত?
- গ্রাহকেরা ৩৫ টাকা বোনাস পাবেন।
৩। অফার চলাকালীন গ্রাহক কত বার বোনাস উপভোগ করতে পারবেন?
- গ্রাহকেরা অফার চলাকালীন প্রতিদিন দুপুর ৩:০০ থেকে ৩:৫৯ পর্যন্ত একবার বোনাস পাবেন।
৪। গ্রাহক কি যেকোনো অ্যামাউন্ট অ্যাড মানি করলেই বোনাস পাবেন?
- না, গ্রাহক শুধুমাত্র কার্ড থেকে বিকাশ-এ নির্দিষ্ট ঘণ্টায় (অফার চলাকালীন প্রতিদিন দুপুর ৩:০০ থেকে ৩:৫৯ পর্যন্ত) ৩,৫০০ টাকা অ্যাড মানি করলেই বোনাস পাবেন।
৫। গ্রাহক কি যেকোনোভাবে ৩,৫০০ টাকা অ্যাড মানি করলেই বোনাস পাবেন?
- না, গ্রাহক শুধুমাত্র কার্ড থেকে বিকাশ-এ অ্যাড মানি করলেই বোনাস পাবেন।
৬। সফলভাবে অ্যাড মানি করার পর গ্রাহক কখন বোনাস পাবেন?
- সফলভাবে অ্যাড মানি করে সংশ্লিষ্ট গ্রাহক সাথে সাথেই বোনাস উপভোগ করতে পারবেন।
৭। বোনাস পেতে হলে কোন চ্যানেলের মাধ্যমে গ্রাহককে অ্যাড মানি করতে হবে?
- বোনাস পেতে হলে গ্রাহককে শুধুমাত্র বিকাশ অ্যাপের মাধ্যমে অ্যাড মানি করতে হবে।
৮। বোনাস পেতে হলে কি গ্রাহক একাউন্টের স্ট্যাটাস সচল থাকতে হবে?
- হ্যাঁ, বোনাস উপভোগ করতে গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস ও ইনকামিং লেনদেন অবশ্যই সচল থাকতে হবে। যদি গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসজনিত সমস্যার কারণে বোনাস বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে গ্রাহক বোনাস পাবেন না।
৯। গ্রাহক কি সফলভাবে অ্যাড মানি করলে বোনাস পাবেন?
- হ্যাঁ, গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস সচল থাকা সাপেক্ষে যদি সফলভাবে অ্যাড মানি করেন, তবেই গ্রাহক বোনাস পাবেন। যদিও, কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক অফার সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের বোনাস সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে।
১০। গ্রাহকের বোনাস পেতে দেরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? যদি হয়, সেক্ষেত্রে গ্রাহকের করণীয় কী?
- অফারের শর্তাবলি অনুযায়ী সফলভাবে অ্যাড মানি করার সাথে সাথেই সংশ্লিষ্ট গ্রাহক বোনাস পাবেন। অনাকাঙ্ক্ষিত কোনো কারণে বোনাস পেতে দেরি হতে পারে। সেক্ষেত্রে, গ্রাহক 16247-এ ডায়াল করে অথবা বিকাশ সেন্টার, বিকাশ কেয়ার, ফেসবুক ফ্যান পেইজ, ওয়েব চ্যাট (লাইভ চ্যাট সার্ভিস)-এর পাশাপাশি support@bkash.com -এই ঠিকানায় ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।