স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে কপটতা সহায়ক😅😅😅
==============================
★১ম দিন
বউঃ দেখো, পাশের বাসার সাব্বির একটা ৫০ ইঞ্চি
টিভি কিনেছে
তুমিও একটা কিনে আনো..!🤗
স্বামীঃ প্রিয়তমা জার কাছে তোমার মতো সুন্দরী বউ আছে,,সে কেনো ফালতু টিভি কিনে সময় নষ্ট করবে.?🙃
বউঃ ওহ, তুমি না 😌
যায় তোমার জন্যে খাবার নিয়ে আসি!
...................................................
★২য় দিন:
বউঃ হ্যাঁ গো তুমি আমার জন্মদিন কি করে ভুলে গেলে.?🤥
স্বামীঃ কি করে তোমার জন্মদিন মনে রাখি বলো,
তোমাকে দেখে মনে হয় না,, তোমার এত বয়স বেড়ে গেছে!😜
বউঃ সত্যি 😊🤗
যাই, একটু স্পেশাল চা করে আনি!😌
.....................................................................
★৩য় দিন:
স্বামী স্ত্রীতে ঝগড়া চলছে,🤒
বউঃ আমি পুরো ঘর সামলাই,
রান্নাঘর সামলাই,
বাচ্চাদের সামলাই,
তুমি কি করো..?
স্বামীঃ আমি নিজেকে সামলাই,😌
তোমার নেশা ধরানো চোঁখ দু'টো দেখে,
চোঁখ নয় যেন দুটি শুক তারা,
পলকে পলকে হয়ে যায় দিশেহারা,
ভ্রু দু'টো কৃষ্ণ গোলাপের পাপড়ি,
মন কেড়ে নেই দিবা শর্বরী!
বউঃ (লাজুক চোখে)🙈, তুমি না একটা খুব দুষ্টু 🤗😊
কি সাংঘাতিক 🙂
.................................