Type Here to Get Search Results !

হারানো মোবাইল ফেরত পাওয়ার উপায়

মোবাইল হারালে করনীয়:

১.মোবাইল হারালে,চুরি গেলে বা ছিনতাই গেলে বা যেকোনভাবে না পাওয়া গেলে অবশ্যই সংশ্লিষ্ট থানায় জিডি করে সীম তুলে নেবেন।

২ জিডি করার পর জিডি তদন্তকারী অফিসার কে ৩ থেকে চার মাস মিনিমাম সময় দেন মোবাইল উদ্ধার করতে।
৩.মোবাইল ফোন হারানোর সাথে সাথে উদ্ধার করা সম্ভব নয়।আপনাকে অপেক্ষা করতে হবেই।

৪.আর যদি মোবাইলের IMEI নাম্বার নাও থাকে তাহলে শুধু মোবাইল এর নাম এবং ব্যবহৃত সীম নাম্বার উল্লেখ করে জিডি করেন।জিডি করা শুধু মোবাইল উদ্ধার এর জন্য নয় আপনার নিরাপত্তার জন্য

৫.IMEI নাম্বার জানা থাকলে জিডিতে অবশ্যই দুটি IMEI উল্লেখ করবেন

বি:দ্র:
হারানো সব মোবাইল উদ্ধার হয়না।

পুরাতন মোবাইল কেনা থেকে বিরত থাকুন বিশেষ করে অনলাইন মার্কেট থেকে। 

একটি পুরাতন মোবাইল কিনে সারাজীবন তা আপনার কান্নার কারন হতে পারে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Search This Blog