আবার একি সাথে অফিসের কেরানি/ অফিস সহকারীদের ১০ম গ্রেডে উন্নীতকরণ এটাও সুখবর যেহেতু অফিস সহকারীদের জীবনমান উন্নতকরনে এটার ভুমিকা উল্লেখযোগ্য। তাহলে শিক্ষকরা কী দোষ করেছে তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১৩ থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণে কর্তৃপক্ষের আপত্তি কোথায়? শিক্ষকদের জীবনমান উন্নত হলে তবেই তারা বাস্তবিক অর্থে শিক্ষার্থীদের উন্নত জীবন দর্শনের শিক্ষা ও স্বপ্ন দেখাতে সক্ষম হবে। এছাড়া নিজে না খেয়ে অন্যকে বাঁচাতে চাওয়া বোকামি ছাড়া আর কিছু নয়। এসব মিথ্যা স্বপ্ন দেখা উচিত নয়।
ড্রাইভার ১২ গ্রেড অথচ শিক্ষক ১৩ গ্রেডের কর্মচারী
February 21, 2022
0
ড্রাইভার এর বেতন স্কেল শুরুতেই ১২ গ্রেড এটা ভালো কথা যেহেতু এতে তাদের জীবনমান উন্নত হবে। তবে সেই একই সঙ্গে এই দেশের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে যারা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ তাদের বেতন স্কেল শুরুতে মাত্র ১৩ গ্রেড। শিক্ষক সমাজ এই ১৩ গ্রেড নিয়ে কিভাবে তাদের জীবনমান উন্নত করবেন। আবার এই গ্রেড নিয়ে শিক্ষার্থীদের উন্নত জীবন দর্শনের স্বপ্ন দেখাবেন সেখানে শিক্ষক সমাজ নিজেরাই উন্নত জীবনের স্বপ্ন দেখতে পারছেন না।