এনটিআরসিএ শিক্ষক নিয়োগ গনবিজ্ঞপ্তিতে আবেদনকারী কম হলেও ইনকামের পরিমাণ ৯২ কোটি টাকার উপরে। একজন শিক্ষক একটি পদের বিপরীতে বাধ্য হয়ে হাজার খানেক আবেদন করেন। যদি হাজার খানেক আবেদন করেও চাকরি পান এই আশায়। কিন্তু এই হাজার খানেক আবেদন করেও সবাই চাকরির দেখা পায় না। আবার অনেকে মেধা তালিকার নিচের দিকে থেকেও এনটিআরসিএ এর বাজে নিয়োগ পদ্ধতিতে চাকরি পেয়ে যাচ্ছেন। বিষয়টি খুবই অমানবিক।
আবেদনকারী ১ লাখ ইনকাম ৯২ কোটি টাকা
February 21, 2022
0