Type Here to Get Search Results !

ফ্রি ব্লগ সাইট মানিটাইজেশন করার উপায়

ফ্রি ব্লগ সাইট মানিটাইজেশন Monetization করার উপায়। নিজের লেখা হতে হবে অন্যের লেখা কপি করা যাবে না। লেখাগুলো পাঠকের কাছে আকর্ষণীয় হতে হবে। এডসেন্স এ আবেদন এর জন্য ব্লগারের বয়স ১৮ হতে হবে। নিজস্ব ফ্রি ব্লগ সাইট বা পেইড ডোমেইন হোস্টিং থাকতে হবে। AdSense এর জন্য আলাদা জিমেইল আইডি লাগবে যেটা আগে কখনো ব্যবহার হয়নি। ওয়েব ডিজাইন পাঠকের কাছে আকর্ষণীয় হতে হবে। নিয়মিত ভিজিটর থাকতে হবে। ব্লগ সাইট বা ওয়েবসাইট ৩ মাসের পুরাতন হতে হবে। অন্যের লেখা নকল করে সাইটে পাবলিশ করা যাবে না। Illegal লেখা পাবলিশ করা যাবে না। লেখায় বিষয়বস্তুর সাথে মিল রেখে ছবি এড করতে হবে। 
সবকিছু এডসেন্স এর পলিসি অনুযায়ী হলে এক থেকে চার সপ্তাহের মধ্যে আপনার এডসেন্স একাউন্ট এপ্রুভ বা চালু হয়ে যাবে। অটো এড অপশন চালু করে দিলে আপনার ব্লগ বা ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রচার শুরু হয়ে যাবে। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Search This Blog