যারা চাকুরির প্রিপারেশন শুরু করতে যাচ্ছেন তাদের জন্য।
বিশেষ করে তৃতীয় বর্ষ শুরু বা শেষ করছেন তাদের জন্য।
বিগত ৪ মাসে বেশ কয়েকটি চাকরির পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে সেখানে ঢাবি ৫০%, রাবি, চবি ৫% এর কাছাকাছি।
চাকরির পরীক্ষায় খারাপ করার কারনঃ
১- দেরিতে প্রিপারেশন শুরু করা।।ম্যাক্সিমাম প্রার্থী মাস্টার্স শেষ করে প্রিপারেশন শুরু করে।
২- প্রিপারেশন কমপ্লিট না করে বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করা।পরবর্তীতে পরীক্ষা খারাপ দিয়ে হতাশ হওয়া।
আমি পরামর্শ দিব হতাশ হবেন না।
৩- একে অপরের উপর সহযোগিতার প্রবণতা কম। আমরা মনে করি কম্পিটিশন বাট বাস্তবতা হলো আপনাকে লড়তে হবে৷ ঢাবি বুয়েট কুয়েট মেডিক্যাল ইত্যাদির স্টুডেন্ট এর সাথে।
৪- ইগো সমস্যা বেশি, হিংসাত্মক প্রবণতা বেশি, বন্ধু এগিয়ে যাবে তাই এই সমস্যা একটু বেশি।
৫- সারাবছর খোজ থাকে না পরীক্ষার আগে পড়তে বসা। পরীক্ষার আগে লাইব্রেরিতে সিট পাওয়া যায় না। সারাবছর লাইব্রেরি বা পড়ার টেবিল ফাকা পরে থাকে।
৬- অত্যধিক আড্ডা, সাংস্কৃতিক মনোভাব, খেলাধুলা ইত্যাদিতে বেশি সময় দেওয়া।
৭- এক্সকিউজ/অজুহাত দেওয়া,অমক কাজের জন্য পড়া হয় না তমক কাজের জন্য পড়া হয় না। কোচিং ১০০ জন ভর্তি হলে ২০ জন পরীক্ষা দেন । বাকিরা পরবর্তি পরীক্ষা দিবে বা তার পরের পরীক্ষা দিবে এমন অবস্থা । অনেকে এভাবে চলতে চলতে ফুলস্টপ হয়ে যায় । লিখিত ব্যাচেরও একই অবস্থা। সবারই একই অজুহাত পড়তে ইচ্ছা হয়না। তবে যারা কনটিনিউ করছেন ভালো করবেন ইনশাআল্লাহ।
সমাধান:
১- তৃতীয় বর্ষ থেকে গোল ( #Goal / #Aim ) ফোকাস করে এগিয়ে যাওয়া, ব্যাংক,বিসিএস/উচ্চশিক্ষা যার যেদিকে ইচ্ছা সেদিকের গোলে ফোকাস #Focus করে এগিয়ে যাওয়া। তবে অবশ্যই বিভাগের #Department পড়াকে উপেক্ষা করে না।
২- সবার উচিত জীবনের প্রথম জব এক্সামের আগে প্রিপারেশন শেষ করা। অনেকেই জীবনের প্রথম #Exam এক্সাম / বিসিএস #BCS উত্তীর্ণ হয়।
৩- সবাই সবার সাথে কো অপারেট করে পড়ালেখা #Study করা। আপনি বন্ধুদের নিজের হ্যান্ডনোট প্রোভাইড করতে পারেন।
৪- পড়াশোনাকে সিজনাল না বানিয়ে রেগুলার পড়তে থাকুন।দিনে ৩ ঘন্টা হলেও পড়ুন। প্রয়োজনে কনটিনিউটি ধরে রাখতে ঈদ/পূজার দিনও পড়ুন।
৫- আড্ডা,খেলাধুলা, #Sports সংস্কৃতি চর্চা সব কিছুরই প্রয়োজন আছে তবে সেটি পড়ালেখা বাদ দিয়ে না।। আপনি আপনার বিভাগের সব অনুষ্ঠান বা খেলাধুলাতে পার্টিসিপেট করতে পারেন তবে পড়ালেখাকে বাদ দিয়ে না ।
৬- **** সোস্যাল #Social_Media মিডিয়ায় আসক্ত না হওয়া।।পারলে এক বা দুই বছর অফ রাখুন। প্রিপারেশন কমপ্লিট হলে চালাতে পারবেন।
ধন্যবাদ সবাইকে।
বন্ধু/আত্মীয় সবাই সর্বক্ষেত্রে এগিয়ে যাক এই কামনা করি।