আগামী ১৫ ই জানুয়ারি ২০২৪ তারিখ থেকে ৬৭ টি পিটিআই তে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ বিটিপিটি ১০ মাস ব্যাপী ( ছয় মাস পিটিআইতে এবং চার মাস নিজ উপজেলার নিজ বিদ্যালয়ের বাইরে কোন স্কুলে অ্যাটাচমেন্ট ) প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে।
০৩ রা জানুয়ারি ২০২৪ তারিখে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় তার আওতাধীন উপজেলা সমূহের মধ্যে ঐ জেলার পিটিআইয়ের জন্য কোটা (পুরুষ ও মহিলা নন trained শিক্ষক ) নির্ধারণ করে দিবেন উপজেলা ভিত্তিক।
উপজেলা শিক্ষা অফিসার মহোদয় ৯ ই জানুয়ারি ২০২৪ এর মধ্যে তার জন্য নির্ধারিত শিক্ষকের quota অনুযায়ী নন ট্রেন পুরুষ ও মহিলা শিক্ষককে সংশ্লিষ্ট পিটিআইতে ডেপুটেশন দিবেন।
শিক্ষকগণ ১৩ ই জানুয়ারি ২০২৪ এর মধ্যে সংশ্লিষ্ট পিটিআই তে রেজিস্ট্রেশন করবেন।
১৫ ই জানুয়ারি থেকে পিটিআইতে শিক্ষকদের শ্রেণি কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য সকল পিটিআইতেই ১ শিফটে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
আবেদন করার লিংক Apply Now