Type Here to Get Search Results !

Some Rules Should Follow in Life

FEW RULES TO TEACH YOUR KIDS-

১. বসে থেকে হ্যান্ডশেক করতে হয় না। 
২. দর কষাকষিতে কখনোই প্রথমে প্রস্তাব দিবে না।
৩. একজন মেয়েকে বিয়ে করছ মানে তাঁর পরিবারকেও বিয়ে করছ- পরে ভুলে যেও না।
৪. হাসের মতো হও। ভেসে থাকা উপরের অংশ শান্ত রেখো, কিন্তু জলের নিচে খুব দ্রুত পা চালিয়ে যেও।
৫. একা একা ঘুরে বেড়ালে নিজেকে খুঁজে পাওয়া যায়।
৬. সবচাইতে যোগ্য মেয়েটিকে প্রস্তাব দিতে ভয় পেও না।
৭. মৃত্যুর পরে তোমাকে নিয়ে কী কী বললে তোমার ভালো লাগবে সেটা ভাবো। বেচে থাকতে সেরকম হওয়ার চেষ্টা করো।
৮. কারো উপর রেগে গেলে সেটা নিয়ে একটি কড়া ইমেল লেখো। তারপর ইমেলটি ডিলিট করে দিও।
৯. শুধু বিনয় দেখাবে না। বিনয় ও আত্মবিশ্বাস একসাথে দেখাবে।
১০. কৃতিত্ব অন্যকে দাও, ব্যর্থতার দায়ভার নিজের জন্য রাখো।
১১. উপকার করার অভ্যাস করো, উপকার করার নেশা করো না।
১২. মিথ্যা বলা আর চাপা মারা দুটো ভিন্ন জিনিস।
১৩. রেপুটেশন তোমার দূর্গ, যে কোনো মূল্যে রক্ষা করো।
১৪. ম্যানার্স মেইকস এ ম্যান। 
১৫. দুর্বলকে রক্ষা করো, দুর্বলের সাথে নিজেকে জড়িয়ে ফেলো না।
১৬. টাকা উপার্জন হয়তো কঠিন, সম্মান অর্জন সহজ। তাই কখনো ছ্যাচড়ামি করো না।

( কিছু নিজের, কিছু বিচ্ছিন্নভাবে সংগ্রহ )

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Search This Blog