একটি বিসিএস পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত ধাপ সমূহ
১।বিসিএস সার্কুলার
২। প্রিলিমিনারি পরীক্ষা (২০০
নম্বরের)
৩।লিখিত পরীক্ষা (১১০০ নম্বরের সাবজেক্টিভ সহ)
৪।ভাইভা (২০০ নম্বরের )
৫। চূড়ান্ত সুপারিশ (পিএসসি কর্তৃক)
৬।পুলিশ ভেরিফিকেশন
৭। জেলা প্রশাসনের ভেরিফিকেশন
৮। স্বাস্থ্য পরীক্ষা
৯। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গেজেটের
সার সংক্ষেপ তৈরি
১০। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদন
১১। মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদন
১২। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক মহামান্য
রাষ্ট্রপতির আদেশে গেজেট প্রকাশ
১৩। নিজ নিজ মন্ত্রণালয় কর্তৃক পদায়ন
১৪। চূড়ান্ত যোগদান।
বর্তমান পাবলিক সার্ভিস কমিশন
খুব স্বচ্ছতার মাধ্যমে পরীক্ষা নেওয়ার
কাজ ও চূড়ান্ত সুপারিশ করার কাজ
করে থাকেন ।
বলা হয়ে থাকে বিসিএস
মেধাবীদের জন্য নয়, এটি ধৈর্যশীল
মেধাবীদের জন্য ।