Type Here to Get Search Results !

Bar Council Exam Strategy বার কাউন্সিল পরীক্ষা পাসের উপায়

আমার মতে বার কাউন্সিল পরীক্ষায় ফেল করার কিছু কারন তুলে ধরছি-

প্রথমমত- বেয়ার এক্ট বা মূল আইনের সাথে সক্ষতা নাই। যায় পড়ছেন সব ভাষা ভাষা।

দ্বিতীয়ত- সর্বদায় গাইড বই ও শর্টকাট মাধ্যম খোঁজা। 

তৃতীয়ত - মুসাবিদা বা ড্রাফটিং না শেখা। 

চতুর্থত - কোর্ট প্যাক্টিসের সাথে সম্পর্ক না থাকা,বর্তমানে প্রশ্নের ধরন দেখলে বুঝবেন সব প্রাক্টিস বিষয়ক।

পঞ্চম - নিয়মিমিত অধ্যায়ন ও মডেল টেস্ট বেশি বেশি না দেওয়া।

ষষ্ঠ - অভার কনফিডেন্স ও ফেল করার জন্য দায়ী।

সপ্তম- ৭ দিন কিংবা ১ মাসেই পাশ করিয়ে দেওয়ার জন্য যারা ফাঁদ পাতে তাদের ফাঁদে পা দেওয়া।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Search This Blog