Type Here to Get Search Results !

Give up gaming habit easy way

Stay far from mobile games.
ভিডিও গেমস থেকে দূরে থাকার উপায়।

বর্তমানে স্মার্টফোন সবার হাতে হাতে থাকার কারণে বেশিরভাগ সময় মানুষ অনলাইন গেমস গুলো বেশি খেলতে আগ্রহী হয়। 

বিশেষ করে ১৫ থেকে ২৫ বছর বয়সীরা বেশিরভাগ সময় এই অনলাইন গেমসে আসক্ত হয়ে পড়ে। 

অথচ খেয়াল করলে দেখা যায় যে এই বয়সেই নিজের ক্যারিয়ার গড়ার সঠিক সময়। 

অথচ তারা গেম খেলেই এই সময়গুলো নষ্ট করে ফেলে। 

বর্তমানে মানুষের মাথায় গেমস এমন ভাবে ঢুকে গেছে যে এটি না খেলে তারা এক প্রকারের অসুস্থ হয়ে যায় মাথা কাজ করে না তাদের কিছু ভালো লাগে না ইত্যাদি ইত্যাদি।

নিজের মধ্যে কি গুন আছে তা জানার সহজ উপায় হচ্ছে নিজেকে গেমসের দুনিয়া থেকে বের করে নিয়ে আসা। 

এবং নিজের পছন্দের কাজগুলো করতে থাকা। এতে করে আপনার দ্বারা কি সব থেকে ভালোভাবে করা সম্ভব সেই গুনটি আপনি নিজেই বুঝতে পারবেন। 

জীবনে ভালো কিছু করতে হলে সেটাই আপনাকে অনেক সাহায্য করবে।

বই পড়ার অভ্যাস তৈরি করতে পারেন। ছোট ছোট গল্পের বই দিয়ে শুরু করতে পারেন। বই পড়ার অভ্যাস তৈরি হলে বড় বড় গল্পের বই পড়া শুরু করতে পারেন। 

এরপর সাহিত্যের বই পড়তে পারেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প উপন্যাস নাটক এগুলো পড়তে পারেন।

শরৎচন্দ্রের ছোট গল্প উপন্যাস বই কিনে বা অনলাইন থেকে পিডিএফ বই ডাউনলোড করে পড়তে পারেন।

বঙ্কিমচন্দ্রের ছোট গল্প উপন্যাস নাটক প্রবন্ধ এগুলো পড়তে পারেন। এগুলো পড়লে আপনি রহস্য উদঘাটন ও রোমান্টিক ফিলিংস পাবেন।

মজার উপন্যাস, রোমান্টিক উপন্যাস, রহস্যময় উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস ইত্যাদি বিষয়ে পড়লে আপনার ভাষাজ্ঞান, বাচনভঙ্গি, আচরণ, কথাবার্তা অনেক কিছুতে পরিবর্তন অনুভব করতে পারবেন।

আপনার মধ্যে লেখক মনোভাব জাগ্রত হবে। সব কাজ করার পরেও অনেক সময় বের করতে পারবেন। আপনার লেখক মনোভাব জাগ্রত হওয়ার পর। 

এভাবে ধীরে ধীরে জ্ঞান জাগ্রত হওয়ার কারণে মোবাইলের প্রতি আসক্তি কমে যাবে।

আপনার তখন মোবাইল ফোন ব্যবহার 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Search This Blog