Type Here to Get Search Results !

Pet Care details

অনেক সময় রাস্তায় orphan বিড়ালের বাচ্চা দেখা যায়। খুব ছোট বাচ্চা এখনও চোখ ফোটেনি এমন বাচ্চা পেলে অনেকে ভয় পান তার দায়িত্ব নিতে। কিন্তু সঠিকভাবে তার পরিচর্যা করলে সে একদিন হয়ে উঠতে পারে আপনার পরম বন্ধু। তাই জেনে নিন কিভাবে একটি orphan বাচ্চার পরিচর্যা করবেন।

বয়স ৪ সপ্তাহের নিচে হলে-

১) একটি সুতির নরম কাপড় কুসুম গরম পানিতে ভিজিয়ে ভাল করে শরীর মুছে দিতে হবে। শুকনো কাপড় দিয়ে ভালভাবে শরীর মুছে শুকিয়ে দিতে হবে। এরপর তোয়ালে অথবা কাপড়ের মধ্যে করে গরম কোন স্থানে রাখতে হবে। ছোট বাচ্চার জন্য উষ্ণস্থান খুবই প্রয়োজন কারন বেশি ঠাণ্ডা এরা সহ্য করতে পারে না।

২) এরপর তাকে দুধ খাওয়াতে হবে। বাসায় মা বিড়াল যে বাচ্চাদের দুধ খাওয়ায় এমন বিড়াল থাকলে তার কাছে তাকে দিতে হবে। আর যদি এমন বিড়াল না থাকে তাকে দুধ খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। বিভিন্ন pet shop এ orphan বিড়ালের বাচ্চাদের জন্য kittenOrphan Kitten formula এবং তা খাওয়ানোর জন্য উপযোগী ছোট feeder কিনতে পাওয়া যায়। তবে তার আগে একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের সাথে অবশ্যই যোগাযোগ করে নিতে হবে।

৩) এসবের ব্যবস্থা না করতে পারলে baby feeder/dropper/syringe এ করে দুধ খাওয়াতে হবে। মনে রাখবেন খাওয়ানোর সময় বাচ্চাটিকে উপুড় করে মুখ তুলে খাওয়াতে হবে(ছবির মত করে)। গরুর তরল দুধ অথবা পাউডার দুধ হটাৎ করে খাওয়ালে বিড়ালের বাচ্চার ডায়রিয়া হয়ে যেতে পারে। তাই সমান পরিমান পানির সাথে(১কাপ তরল দুধ=১কাপ পানি এই অনুপাতে) মিশিয়ে, পাউডার হলে খুব পাতলা করে গুলিয়ে তারপর বাচ্চাটিকে খাওয়াতে হবে। চার সপ্তাহ বয়স পর্যন্ত প্রতি ২-৩ ঘণ্টা পরপর বাচ্চাটিকে খাওয়াতে হবে।

Toilet করানোর নিয়ম –
একদম ছোট বাচ্চা একা একা poop ও pee How to Take Care of Orphaned Kittensকরতে পারে না । মা বিড়াল জিহবা দিয়ে বাচ্চাদের পেটে ও মলদ্বার(anus) এর আশেপাশে চাটে যা তাদের poop ও pee করতে সাহায্য করে। তাই প্রতিবার খাওয়ানোর পর তাকে pee করাতে হবে। একটি নরম কাপড় অথবা তুলো কুসুম গরম পানিতে ভিজিয়ে তার পেট থেকে anus পর্যন্ত অর্থাৎ ওপর থেকে নিচ পর্যন্ত (ছবির মত করে) মুছতে হবে এবং হালকা চাপ দিতে হবে। এভাবে ২-৩বার মুছে দিলে বিড়াল pee করবে এবং এভাবেই দিনে ১বার poop করাতে হবে।

এরপর অবশ্যই তার check-up এর জন্য একজন অভিজ্ঞ Veterinary – সাথে যোগাযোগ করবেন।
#সংগৃহীত

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Search This Blog